
মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও মহিলা প্রজন্ম লীগ জেলা ও মহানগর শাখা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে।
প্রতিবাদ সভায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নগর শাখার আহ্বায়ক মোক্তার হোসেন আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মো. শামিম, মুন্সি আরিফুর রহমান, মুন্সি নাহিদুজ্জামান, ইলিয়াস হোসেন সোহেল, দেবদুলাল বাড়ই বাপ্পী, রণজিত কুমার ঘোষ, নয়মী বিশ্বাস সাথী প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দৈনিক প্রথম আলো পত্রিকার ‘হলুদ সাংবাদিকতা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পত্রিকাটিকে তাদের অপতৎপরতা ও মিথ্যা সংবাদ পরিবেশনের পথ থেকে সরে আসার আহ্বান জানান। অন্যথায় খুলনায় প্রথম আলো পত্রিকা অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
দৈনিক প্রথম আলো পত্রিকায় গত ৬ অক্টোবর প্রকাশিত ‘খুনের পরিকল্পনায় খুলনার আ.লীগের চার নেতা!’ শীর্ষক প্রতিবেদনে ‘ঠিকাদারির নিয়ন্ত্রণ নিয়ে বিথার হত্যা: আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খুলনা অঞ্চলের প্রভাবশালী নেতা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শহিদ ইকবাল ওরফে বিথার খুন হন’ এমন ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা বলেন, সম্প্রতি দৈনিক প্রথম আলো পত্রিকায় কয়েকটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা দেশে ও বিদেশে ব্যাপকভাবে দলের এবং ব্যক্তিপর্যায়ে ভীষণভাবে সম্মান ক্ষুণœ হয়েছে।
তারা বলেন, প্রথম আলো পত্রিকা শুধু বিথার হত্যা মামলা নিয়ে ষড়যন্ত্রেই লিপ্ত হয়নি, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নামে টেন্ডারবাজির যে সংবাদ প্রকাশ করেছে, তাতেও আওয়ামী লীগ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণœু হয়েছে।
সভায় বক্তারা বলেন, পত্রিকাটিতে প্রমাণ ছাড়াই শুধুমাত্র অনুমানের ভিত্তিতে শেখ সোহেলকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যার সঙ্গে শেখ সোহেলের কোনো সম্পৃক্ততা নেই এবং যার কোনো ভিত্তিও নেই।
একইভাবে পত্রিকাটি চলতি মাসের ৬ তারিখে খুলনা নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা চেম্বার সভাপতি আওয়ামী লীগ নেতা কাজী আমিনুল ইসলাম, খুলনা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান পপলু, সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করা হয় বলে বক্তারা উল্লেখ করেন।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





