আমার দৃষ্টিতে উপরের ১০০০ টাকার নোটটাই সবচেয়ে সুন্দর। আসলে টাকা জিনিসটা কিন্তু চরম লাকি। কারন উঠতে-বসতে, খাইতে-হাগতে সবসময় আমরা টাকাকে নিয়েই চিন্তা করি আর ব্যস্ত থাকি। ছোটবেলায় বিভিন্ন দেশের টাকা জমানোর অভ্যাস ছিল। এখনো অবশ্য সেই অভ্যাসটা যায় নাই। আজকে বিভিন্ন দেশের সুন্দর সুন্দর টাকার খোজে গুগলিং করছিলাম। একটা ওয়েবসাইটে দেখি পৃথিবীর সবচেয়ে সুন্দর ১০ টি নোটের ছবি দিয়ে একজন ব্লগ দিয়েছে। যদিও সেখানে বাংলাদেশী নোটের কোন ছবি ছিল না তবুও আমাদের ১০০০ টাকার নোটটা ঐসব দেশের নোটগুলা থেকে অনেক ভাল লেগেছে। Compare করে দেখুনতো কোনটা সবচেয়ে সুন্দর ?
১। Sao Tome & Principe (Dobras)
২। Switzerland (Francs)
৩। Comoros (Comorian Franc)
৪। New Zealand (New Zealand Dollars)
৫। Hong Kong (Hong Kong Dollars)
৬। Iceland (Kronurs)
৭। Faroe Islands (Kronurs)
৮। The French Pacific Territories (Franc)
৯। The Maldives (Rufiyaa)
বিভিন্ন দেশের মানুষের পছন্দ বিভিন্ন রকম। আপনার বা আমার কাছে যে জিনিসটা পছন্দের অন্যের কাছে হয়তো সেটা অপছন্দের! যেমন ধরুন প্রথম মুদ্রার ছবির এক পাশে পাখির ছবি আর আরেক পাশে গলা কাটা মানুষের ছবি। ব্যাপারটা কিরকম না !! কিন্তু এটাই ওদের সংস্কৃতির পরিচয় বহন করে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




