পত্রিকার সার্কুলেশন একমাত্র পত্রিকা কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে বলে আমার মনে হয় না। তবে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনেক কিছুই লুকিয়ে রাখা যায় না। যেমন লুকানো যায় না হিট কাউন্টের বিষয়টি। বৈধ হোক বা অবৈধ হোক Ranking থাকবেই।
বলতে খুব ভালো লাগছে গত কিছুদিনে সামহোয়্যার বেশ তর তর করে Ranking-এ উপরের দিকে উঠেছে। আজ দেখলাম ১০ এর মধ্যে এর অবস্থান। আমার ব্লগ নামে যে ব্লগ সাইটা আছে সেটির অবস্থান ৯৯। আর সচলায়তানের ২৩৭। লিখতে ভালো লাগছে এই কারণে
অ্যালেক্সার Ranking যে তথ্য দিচ্ছে আমি তার উপর ভিত্তি করেই এসব বলছি।
এবার অন্য সাইটগুলোর তথ্যগুলো দিলে কি খুব অপরাধ হবে! প্রথম আলোর অবস্থান ৯ নম্বরে। আর বিডিনিউজ আছে ১২ নম্বরে। বিস্তারিত নিজেরাই যাচাই করুন।
তবে এ থেকে একটা শিক্ষনীয় বিষয় হলো- প্রচার প্রচারণার চেয়ে সবচেয়ে বড় বিষয় মানুষের ভালো লাগা। সামহোয়্যারের কোনো বিজ্ঞাপন আমি আজ পর্যন্ত দেখিনি। অথচ একবার ভাবুন কতোটা জনপ্রিয় এই ব্লগ সাইটটি! এটি তো ভালো লাগারই বহি:প্রকাশ। তবে এই ভালো লাগার দীর্ঘস্থায়িত্ব নির্ভর করছে কর্তৃপক্ষের ভাব চিন্তার উপর।
সামহোয়্যার আরো এগিয়ে যাক এটি যেমন কামনা, তেমনি প্রত্যাশা মডারেটর মহোদয়দের বুদ্ধিদীপ্ত মডারেশন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






