মোটামুটি ৩৫ দিন পর আবার ব্লগ লিখতে বসলাম। কোর্স ফাইনাল এর ১২ টা পরীক্ষার মধ্যে ৬ টা শেষ। একটা কন্টেক্সটে সময়টা খুব ই অল্প। আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা সময় পার করে আসলাম। একটা কথা আমি বিশ্বাস করি, মানুষের বয়সের সাথে তার অভিজ্ঞতার সম্পর্ক নেই। এক একটা প্রসঙ্গে মানুষের অভিজ্ঞতা তার বয়সকে তুচ্ছ করে। যে বাচ্চাগুলো রাস্তায় রাস্তায় ঘুরে, পপকর্ণ বিক্রী করে, বা ভিক্ষা করে বেড়ায়, ওরা ওদের ওই সামান্য বয়সেই জানে কিভাবে ক্ষুধা এড়াতে হয়, কিভাবে শীতের রাতে উষ্ণতার সন্ধান পেতে হয়। আমার সন্দেহ আছে আমি একটা দিন ও টিকতে পারব কিনা। আমি এই মানুষগুলোকে সম্মান দেই। খুব ই ছোট্ট একটা ব্যাপার, এমন কি কাউকে সম্মান করলে নিজেকে কোনভাবেই ছোট হতে হয় না, কিন্ত তারপর ও আমরা এই একটা কাজ কখনোই করিনা। ওই কাদামাটির মধ্যে পা দেবে যে চাষী ধান বুনছে, ওই ধান বোনায় সে প্রফেশনাল, হোক না সে অশিক্ষিত, কি আসে যায়; তার কাজে সে সেরা। রেস্পেক্ট সে ডিজার্ভ করে।
এই ৩৫ দিনে অনেক কিছু শিখলাম, হয়ত কোন দিন কাজে আসবে না, আসার কথাও না। তারপর ও...................
আজেবাজে, অর্থহীন, আর অসংলগ্ন কথায় ব্লগ ভরে ফেললাম। আসলে সবকিছুর খেই হারিয়ে ফেলেছি। একটা দোটানার মধ্যে আছি; আমার কি করা উচিৎ?
চুপচাপ বসে থেকে কিছুই না করা এবং নিজেকে একটা ফালতু প্রাণীর খাতায় ফেলে দেয়া, নাকি স্বভাবসুলভ রিফ্লেক্সে এমন একটা কিছু করা যাতে নিজের কাছে নিজে ছোট হব না, কিন্ত এমন কিছু মানুষ মনে আঘাত পাবে, আমার নিজের কাছে যাদের কিছু; না কিছু না; অনেক গুরুত্ব আছে।
আর ৬টা পরীক্ষা, এরপর...................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




