![]()
১. লোডশেডিং নাই
২. রাজনীতি নাই
৩. মিটিং-মিছিল নাই
৪. হরতাল নাই
৫. ফুটপাতে অবৈধ দোকান নাই
৬. আবাসিক এলাকায় এন্ড্রাট্রি নাই
৭. ক্যাসেটে দোকানে উচ্চস্বরে গানের আওয়াজ নাই
৮. বৃষ্টি নাই (বছরে মাত্র কয়েকফোটা পড়তে দেখি)
৯. চাঁদাবাজ-টেন্টারভাজ নাই
১০. হত্যা করে ধরা পড়লে রক্ষা নাই
১১. বেশীর ভাগ প্রবাসীর ফ্যামেলী নাই
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আরব আমিরাত সরকার গত এক বছর ধরে বাংলাদেশীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। শুধুমাত্র ইনভেস্টরা ভিসা পাচ্ছে। কবে আবার চালু হবে কেউ বলতে পারছে না। এমতাবস্থায় আরব আমিরাতে বিশাল জব মার্কেট অন্যদেশের দখলে চলে যাচ্ছে। আর আমাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অনেক ভাই ভিসা সংক্রান্ত জটিলতায় দেশে ফিরে যাচ্ছে। আর যারা নতুন দোকান খুলছে তাদেরকে বাধ্য হয়ে অন্য দেশ থেকে শ্রমিক আমদানী করতে হচ্ছে। প্রবাসীদেরকে নিয়ে সরকারের কোন মাথ্যা ব্যথা আছে বলে আমার মনে হয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




