প্রত্যেকটি মানুষের নিজস্ব একটি বৈশিষ্ট্য বা ধ্যান ধারনা থাকে এবং এই বৈশিষ্ট্য বা ধ্যান ধারনার জন্য প্রতিটি মানুষে লেখায় একটা বিশেষ দিক ফুটে উঠে। যদিও আমি লেখক না তথাপি আমার লেখাতেও বিশেষ কোন দিক ফুটে উঠবেনা এমনটা না।
আমার জ্ঞানের দৌড় কম বিধায় লেখার ক্ষেত্রে যে মুন্সিয়ানার পরিচয় দেব তা কোন দিনই হবেনা। প্রথম পাতায় লেখা প্রকাশ হলেই যে ভাল লেখক হ'ব এমন না। তবে আমি কিন্তু এখনও প্রথম পাতায় আমার লেখা প্রকাশ করার কত লেখা লিখতে পারিনি কিংবা সেই লেখা নির্বাচত পাতায় যায়গা করে নেবে সে চিন্তাও করতে পারিনি।
মানুষ কি কখনও লেখার আগে চিন্তা করে যে সে অনেক বড় লেখক বা কবি হবে। আমার মনে হয় এমন চিন্তা থেকে কেউই তার কলম হাতে তুলে নেননি। বড় বড় কবি সাহিত্যিক লিখেছেন নিতান্তই শখের বশে। কিন্তু তার অজান্তেই তার সু্প্ত প্রতিভার বিকাশ ঘটেছে।
সে যাই হোক, আমার লেখায় আমি কিন্তু সে রকম কিছু আশা করছি না কারণ আমি জানি আমার দৌড় কতদূর?
প্রিয় ব্লগারদের নিকট আমার একটাই প্রত্যাশা আহামরি কিছু হতে চাই না তবে আপনাদের সহিত আমার মতামত গুলো শেয়ার করতে চাই। আমার মতের প্রতিফলন তখনই ঘটবে যখন আমি আপনাদের লেখাতে আমার মতামত দিতে পারব।
তবে সেই প্রত্যাশাতেই আছি।
পরিশেষে সব্বাইকে লাল গোলাপের একগুচ্ছ শুভেচ্ছা।। সবাই ভালো থাকবেন নিরন্তর।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




