বেশ কিছুদিন যাবত মগবাজার বাহিনীর কিছু ব্লগার সামহোয়ারইনে অনুপস্থিত ছিল। ভিতরের খবরে জানা যায় মগজ ধোলাই করতে ব্যর্থ হয়ে তদুপরি জনগণের হাতে ধোলাই খেয়ে সামহোয়্যারইনে একের পর এক নিক ব্যান হয়ে খোয়াড়ে প্রত্যাবর্তনকে মগবাজারাধিপতিরা ভালভাবে নেয় নি। এর শাস্তিস্বরূপ মাইনু বাদে সবার ফান্ডিং প্রত্যাহার করা হয়। মাইনুকেও হাফ ফান্ডিংয়ে অবনমন করা হয়।
সুসংবাদ হল এ অবস্থার পরিবর্তন হয়েছে। বিশেষ করে মগবাজারাধিপতিদের কয়েক জনের সাথে বিনিদ্ররজনী রুদ্ধদ্বার বৈঠক শেষে মগবাজারাধিপতিরা তুষ্ট হয়েছেন বলে জানা গেছে। ফলে প্রাথমিক পর্যায়ে কয়েকজনকে আবার পরীক্ষামূলকভাবে হাফফান্ডিংয়ের আওতায় আনা হয়েছে। বিনিদ্র রজনীর ধকল শেষে হাসপাতাল থেকে মলম চিকিৎসার পরে তারা আবারও ব্লগে ফিরছে।
এখন থেকে আপনারা আবারও সেই মহামূল্যবান পোষ্ট দেখতে পাবেন। যাতে বলা থাকবে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, জামাত না করলে আপনি কাফের, বাংলাদেশের স্বাধীনতা মানে ইন্ডিয়ার ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধে বাঙ্গালী মারা গেছে ২৬ হাজার, বিপরীতে বিহারী মারা গেছে ৬০ হাজার, রাজাকার বদর শান্তির স্বেচ্ছাসেবক মারা গেছে ৫২ হাজার, হিন্দুর লেখা জাতীয় সংগীত বর্জন করুন ইত্যাদি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


