বাবা মাত্র দুটি শব্দ। এই দুটি শব্দ একজন শিশুর কাছে পরম শ্রদ্ধা, স্নেহ, পরম বন্ধু এবং একজন সুপার ম্যানের নাম। একটি শিশু তার বাবাকে মডেল হিসেবে মনে করে যিনি তার সারা জীবনের প্রেরনা। তেমনি বাবা ও তার অর্থ-উপার্জন সব কিছুই তার সন্তানদের জন্য করে থাকেন। কি করে তার ছেলে/মেয়ে বড় হবে ,মানুষের মত মানুষ হবে। তাদের জীবন কে আরও কত সুন্দর করা যায় তা নিয়ে ব্যস্ত থাকেন।
কিন্তু আজকে ভারতীয় প্রত্রিকায় একটি খবর পড়ে মনে হল এক লুল বড় ভায়ের কথা যিনি বলেছিলেন , পুরুষ মানুষেরা কখন খালু হয় না। অর্থাৎ পুরুষেরা সুযোগ পেলেই যে কোন নারীর সর্বনাশ করবেই।
মানুষ কি করে তার নিজ মেয়েকে ধর্ষণ করতে পারে আমার ক্ষুদ্র জ্ঞানে তা উপলোদ্ধি করতে পারছি না।
নিউজ লিং
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




