আজ সকালে বৃষ্টির মধ্যে যখন ঘুম ভাঙ্গল, বাইরে বের হতে ইচ্ছা করছিলনা একদমই। তারপর ও বের হলাম।
গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে.... বৃষ্টির অবস্থা দেখে মনে হচ্ছিল তুষারপাত হচ্ছে। রিকশা নিয়ে পলিথিনে পা ঢেকে সাইন্সল্যাবের দিকে পা বাড়ালাম। গ্রীনরোড দিয়ে যাওয়ার সময় হাতদুটো সামনে মেলে দিয়ে যখন বৃষ্টি স্পর্শ করছিলাম, মনে হচ্ছিল এই কোলাহল..... এই শহর... ছেড়ে অ...নে...ক দূরে কোন পাহাড়ের চুড়ায় বা কোন নির্জন দ্বীপে বৃষ্টির সাথে গল্প করছি আমি।
কিন্তু এই গল্প জমে ওঠার আগেই রিকশা পৌছে গেছে ল্যাব এইড...
দে দৌড়................
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




