জানায়া প্রনাম আজি করিতেছি শুরু,
হাজারো সালাম তোমার চরনেতে গুরু।
দ্বীনের নবী হযরত আছেন মদীনায়,
লক্ষ কোটি দূরুদ জানায় তাহারও রওজায়।
হাজারো বৎসর আগে গাহিয়াছিলেন গান,
সেইসব ভূলিয়া আজ হইয়াছি মহান!
দিনে দিনে দ্বীন আমি খুঁজিয়া হয়রান,
বন্ধুত্বও খুঁজি ফিরি হায় ভগবান!
ভালোবাসো ক্ষমা কর এই ছিল তান,
বন্ধুত্বের তো হয় না প্রতিদান।
আশরাফ-আতরাফে করিওনা ভেদ,
হাতে হাত ধরো আজ ভূলি সব খেদ।
দিন দিবসে মিলিবেনা বন্ধু জামানার,
ভালোবাসা ধরো সবে, ভূলি রং কামনার।
থাকিবেনা জাত-বিভেদ তোমার আমার,
পৃথিবীতে বন্ধ হবে সকল ব্যাভিচার।
ভূল আমার হতে পারে, ক্ষমিবেন স্যার
যুদ্ধ আর করিবেন না, ভূলিবেন অনাচার
তবেই তো মিলিবে বন্ধুত্ব সবার,
পৃথিবীটা হইয়া যাইবে সুখেরও সংসার।

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




