টিটু..আমি বন্দী! টিটু..আমি বন্দী! পারিবারিক শাসন মানেই বন্দীত্ব! যে সামাজিক / পারিবারিক মূল্যবোধ আমাদের আগলে রেখেছে, তাকে কত সহজে গ্রামীন ফোন উড়িয়ে দিল। একটা সময় ছিল যখন সন্ধার সাথে সাথে বাসায় ফিরতে হত। বাবা ,মা , বড় ভাই / বড় বোন রা খবর রাখতেন ছোট রা কি করছে। যা কিশোর/যুবক বয়সের বিপথ গামিতা (খারাপ সঙ্গ, মাদক) হতে আমাদের বাচিয়ে রাখত। আজ পারিবারিক শাসনের অভাবে কি অবস্থা তা কারো অজানা নয়।
সারা বিশ্বে দেখি ওরা যখন কোন এ্যাড বানায় তাতে স্থানীয় মূল্যবোধ বিরোধী কিছু দেয় না, স্থানীয় মূল্যবোধকে সন্মান করে। গ্রামীন ফোন ডিজুস দিয়ে শুরু করেছে.ইতরামি কালচার আর এখন নজর পড়েছে আমাদের ভাল ভাল মূল্যবোধ গুলকে কি করে নস্ট করা যায়। পারিবারিক শাসন মুক্ত না করতে পারলে ছেলেমেয়েদের পকেট কাটা ত যাবে না।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




