সাতক্ষীরার দেবহাটায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দিয়ে পালানোর সময় ধরা পড়েছে যুবলীগ নেতা.শুধু তাই নয়,জিজ্ঞাসাবাদে ঐ সন্ত্রাসী জানিয়েছে যে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই সে হিন্দুবাড়িতে আগুন লাগিয়েছে
উল্লেখ্য যে, এরআগেও বাসে/গাড়িতে আগুন দিয়ে,বিএনপি বা জামাত-শিবিরের স্লোগান দিয়ে লুটপাট করে,টুপি পাঞ্জাবি পড়ে মানুষ খুন করে অথবা ককটেল/পেট্রলবোমা সহ আটক হয়েছে আওয়ামী লীগ,যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা.(যদিও দলকানা মেইনস্ট্রিম মিডিয়া এসব খবর এড়িয়ে যাচ্ছে)
তাহলে কি চলমান সহিংসতার নেপথ্যে এরাই কলকাঠি নাড়ছে?
যদি তাই হয়,তবে কেন মিথ্যে অসাম্প্রদায়িকতার বুলি কপচানো,কেন কথায় কথায় গনতন্ত্র আর সংবিধান এর দোহাই দেয়া.এসব ভন্ডামী আর কতদিন?
সূত্র http://www.sheershanews.com/2013/12/15/17330

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


