শেওড়াপাড়া বাস স্ট্যান্ড থেকে বাটাদোকানের পাশ দিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে, অনেকেই সেটিকে পীরেরবাগ রোড হিসাবে চিনেন। উক্ত রোড এবং এর প্রশাখা রোডগুলোতে আজ বেশ কয়েক রাত ধরে রোড লাইট জ্বলছে না। ফলে বিস্তির্ন এলাকা অন্ধকারে ডুবে আছে। ঈদে অধিকাংশ লোকজন গ্রামমুখী হওয়ায় মহানগরীর অধিকাংশ এলাকার মত এ এলাকাটি ও ফাঁকা হয়ে গেছে। এ এলাকাটি মিরপুর থানাধীন। মহল্লাবাসী নিজেদের প্রচেস্টায় স্ব-অর্থায়নে নাইট গার্ড নিয়োগ করেছে। অন্ধকারে নিমজ্জিত এলাকায় নাইটগার্ডরা ঠিকমত দায়িত্ব পালন করতে পারছে না। গত রাতে এক ফ্লাটে চোরে গ্রীল কাটতে এলে নাইট গার্ডদের সতর্কতায় ব্যার্থ হয়ে পলায়ন করে। আজ এলাকাটি বেশী ফাঁকা। আমরা যারা মহল্লার স্থানীয় বাসিন্দা তারা বড় আতংকে আছি।
রোড লাইট নিয়ন্ত্রিত হয় সিটি কর্পোরেশন দ্বারা। লাইট নস্ট হলে মাসের পর মাস কেটে যায়। মামাদের খুশি করার পর ঠিক করে দিয়ে যায়।
রোড লাইটগুলি শ্রেণীবর্তনীতে সংযুক্ত। ফলে একটি সুইচ দিয়ে একটি এলাকার সব লাইট অপারেট করা হয়। সুইচটি অপারেট করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃক নিযুক্ত বেতনভোগী অপারেটর থাকে। উক্ত অপারেটরের কোন খোঁজ নাই।
আমার জানামতে আমার মহল্লার বাড়ীমালিকগণ নিয়মিত পৌর-কর পরিশোধ করেন। সিটি কর্পোরেশনের সামান্যতম সেবাটি ও কি আমরা আশা করতে পারি না? একজন সুইচ অপারেটরের দায়িত্বে অবহেলার কারনে মহল্লায় বড় কোন দুর্ঘটনা ঘটলে তার দায় দায়িত্ব কার?
শত সমস্যার মাঝে থেকেও সামুর সকল পাঠক- পাঠিকা, লেখক-লেখিকা, মডু-মডিকা..... সবাইকে .ঈদ মোবারাক।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




