গত কাল ৩০ আগস্ট, আমার রবি পোস্টপেইড নম্বরে একটা SMS আসে। SMS টি সরাসরি তুলে দিলাম ।
“From: 8383
9958: Your Postpaid Bill Payment success of TK 5000 from 1822200076 is accepted for successful, Transaction id is P140519.2008.410001. Dial*8444*85#1GB free.
এর পর 01858182723 নম্বর হতে আমাকে ফোন করে ৫০০০ টাকা ফেরত দেয়ার জন্য কান্নাকাটি করা হয় এবং 01798174801 নম্বরে বিকাশ করে টাকাটা ফেরত দিতে বলা হয়।
আমি ১২৩ তে ফোন করে আমার account balance জানি। কোন টাকা জমা হয় নাই। আজ রবি Customer care এ যাই। চেক করি, কোন টাকা জমা হয় নাই। তারা জানায় ইদানিং এমন প্রতারণা খুব হচ্ছে।
10 মিনিট পর পর ফোন করা অপর প্রান্তকে জানাই আমি account balance চেক করে উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি। এর পর হতে অপর প্রান্ত আর ফোন দেয় নাই।
এটা কি জ্বিন বাহিনীর Digital সংস্করণ? বন্ধুদের সতর্ক করার জন্য পোস্টটি দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




