কি হবে এত ভালবাসা দেখিয়ে?
মরে গেলে ফেলে রেখে আসবি ওই মাটির ঘরে...
রাখতে চাইবি না আর মাটির উপর...
কদিন কাদবি তারপর ভুলে যাবি...
ভুল করেও মনে করবি না আমায়...
তবে কি খনিকের জন্যে আমায় ভালবেসেছিলি?
না সবই ছিল লোক দেখান?
আমি চাই না তোর সে ভালবাসা...
যেদিন আমার কোন চিহ্ন ও থাকবে না,
সেদিন আমায় ভেবে কাঁদবি?
মনে পড়বে আমাকে তোর?
চাই না কারো ভালবাসা
চাই না কারো মনে রাখা...
দূরে থাকতে চাই... দূরে...
তোদের থেকে বহুদূরে...
যে পথে পড়েনি কোন পায়ের ছাপ...
যে পথে নেই কোন পথের দিশা...
চললাম সেই পথে...
হয়তোবা কোন দিন কেঁদে বলবি কেন তোকে এত ভালবেসেছি? কেন?
হয়তো বা তোর এই প্রশ্ন ছুয়ে যাবে না আমায়...
তবু বলে রাখি, খুব ভালবাসি তোকে... খুব...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




