যখন আমি কাঁদি পারলে তখন আমার অশ্রু মুছিয়ে দিস,
আমি আর কাঁদবো না...
বলিস না যখন আমি কাঁদবো তুই আমার পাশে থাকবি...
আমার সাথে কাঁদবি...
আমি যখন তোর পাশে থাকি তখন আমায় মনে রাখ...
আমি চলে গেলে আমার নিয়ে আর ভাবিস না...
বলিস না কখনো চিরদিন আমায় মনে রাখবি...
আমায় মিস করবি...
আমি যখন হাঁটি, আমার পাশে হাট...
আমি পড়ে যাব না...
বলিস না যখন আমি হাঁটবো তুই আমার পাশে থাকবি...
আমার কাঁধে হাত রেখে গল্প করবি...
আমি যখন তোকে ভাবি না, আমার কথা মনে করিস না...
আমি আর কস্ট পাব না...
তবু বলিস না, তুই আমাকে কখনো ভুলে যাবি না...
আমার সাথে কারনে অকারনে মারামারি করবি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




