ধুলোয় ঢেকে গেছে বই গুলো,
মরচে পড়েছে জানালার শিক গুলোয়,
ঘরের কোনায় পড়ে আছে কিছু বাধানো ছবি,
ভাঙা কাচ গুলো এখনো ছড়িয়ে আছে মেঝেতে...
পাশ ফিরতেই টেবিলের উপর তোমার কাঁচের চুরি গুলো,
ধুলোর আবরণে ঢাকা সব...
তুমি চলে যাবার পর এ রুমে আর কখনো আসে নি কেউ,
আসেনি সূর্যের আলো ও...
কেউ আজ আমায় বলে না ভালবাসি,
কেউ আমার কাধে হাত রেখে তার উপর মাথা রাখে না...
কেউ আবদার করে না আমার কাঁধে মাথা রেখে ঘুমানোর,
হয়না তোমার কেশে আলতো করে হাত বুলানো
কেউ আজ আমার ফেরার থাকে না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




