আবার বেপরোয়া হওয়ার জন্য যা খুশি তাই লেখার পরিকল্পনা নিয়েছি। ইচ্ছে হলেই কেউ পড়বেন। না পড়লেও আপত্তি নাই। আমিতো ভাল আছি কবিতাকে নিয়ে। সেইটাই সবচে জরুরি কথা।
সাম্প্রতিক সময়ে আমার উত্তরন প্রেমানুভূতি থেকে। সেখান থেকেই অ্যাফেয়ার থেকে তাকে আলাদা করার চেষ্টা।
অ্যাফেয়ার অনেকটা ফেয়ার প্লের মত ব্যাপার
নিঝঞ্ঝাট গা বাঁচানো।
কিম্বা আয় আজ ফেয়ারে যাই এর মত
বিকেলবেলার চুক্তি,
যেন পরেরবেলায় অন্য কেউ হলেও চলবে।
এইজন্যে বোধহয় আজকাল বলতে শোনা 'অ্যাফেয়ার আছে' এর
মূল্য বোঝা, বা মূল্য কতটা
তা ভাবতে গেলে ধাঁধা লাগে।
এই জন্যে অ্যাফেয়ারের শাব্দিক মানে 'কারবারো' বটে।
অ্যাফেয়ার বলেনি তার সাথে সাথে চোখে তৈরি হয় উপাসনা.....
অ্যাফেয়ার প্রেম না এটা আরো বোঝা যায় জোড়া খুন কিংবা চাপাতির কোপের পর।
অ্যাফেয়ার বড় শোকেসে রাখা জিনিস হে
আমরা বড় দেখাতে চাই।
আর প্রেম গোপন স্রোতের মত
যা শুধু রক্তে না,
'এই আমি' আত্বার ভেতরেও খেলা করে।
(পুনশ্চঃ ইয়ে তোমার অ্যাফেয়ারে কোথায় সেই সমর্পন? ......হু)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




