
স্রোত
দারুন বিপরীতমুখী তোমার পথ
বরং ইচ্ছে করেই একেঁবেঁকে হাঁটো
নদী কখনো সোজা পথে হাঁটে না
একঘেঁয়েমি স্রোতের নাকি তরঙ্গ কম
মানুষ সহসাই মারতে পারে সাঁতার
এই ভেবে আঁচলে নদী গুছিয়ে
মধ্যেমিশেলে বেখেয়ালী হও
তোমার এঁকেবেঁকে চলার পা
ছলছলিয়ে পার হয় নৈরাজ্য তীর
অথচ,কোথাও কোন বাাঁক নেই
বাঁকা পথ নেই
তোমার ইচ্ছেগুলো এবড়ো থেবড়ো
তোমার দৃষ্টির রেললাইনে যেভাবে
নক্কর ঝক্কর আওয়াজ-
কিভাবে করবে আমায় নিবেদন
প্রেম প্রশ্নে বরং সিধে পথে মন খুলে হাঁটো
সেখানেই বরং সম্ভাবনার সব পথ সোজা-
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০২৫ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



