উঠোনে ঝিঙে বৃক্ষের আদলে
ছায়াগুলো ছায়া দিচ্ছে ঢের
নরম পালকে নীল উড়ছে
অথচ,ছায়া উড়ছে না কোথাও
আমাদের এখানকার ছায়াগুলো
নির্ভার মেজাজে বসে আছে মাচানে
ছড়িয়ে দিচ্ছে কিংবদন্তি আলো
কেউ তো এসে বলুক-‘দাড়াও পথিক’
অথচ,কেউ বলছে না
আমি উন্নাসিক ক্লান্ত পথিক-
সহসা পথের লোক
ঝিঙে তলায় হাতহীন ছায়ারা ডাকে
আমার এক জোড়া পা সেই ডাকে সাড়া দেয়
সেদিন আমি ছায়াদের অবয়ব দেখে ফেলেছি
তাদেরও অস্থির হাত আছে-চোখ আছে
মানুষকে মাচানের দিকে ইশারা করে
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৫ সকাল ১০:৫৭