
হত্যারও যে হত্যা হয়
আমি তা জানতাম
আমি জানতাম বলেই আমাকে ফাঁসি দেয়া হলো
এভাবে পৃথিবীর তাবৎ সাক্ষীদের
খুঁজে খুঁজে গলায় দড়ি পেঁচিয়ে
ফাঁসি দেয়া হলো
পৃথিবীর সবাই সবার মৃত্যু দেখছে
সবাই একে অপরের সাক্ষী
এভাবে ফাঁসি দিতে দিতে
পৃথিবীটা একদিন মানুষ শূন্য হয়ে গেলো
এর পর আর কী থাকে অবশিষ্ট
না গাছ পালা,না পশু পাখি না বিচারকগণ
পরের প্রজন্মের মানুষগুলো
সাদা রঙের হতে থাকলো
তাদের মনে নেই কোন প্রতিহিংসা,
নেই ঋণ খেলাপী এবং মিথ্যাচার

সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৫ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




