
চক্র
কেউ শিশুকাল এড়িয়ে যেতে পারেনি
শিশুকালই প্রকৃতপক্ষে মানুষকাল
শিশু যখন উঠোনে হামাগুড়ি শেখে-
হাত আর হাঁটু একাকার করে
প্রজাপতির মতো ওড়ে,
ফেরেস্তা চিমটি কাটলে
শিশুটি কান্না আর হাসির মধ্যবর্তী
সময় পেরোচ্ছে-বোঝা যায়
মানুষ সরলরেখার মতো জন্মে না-
অনেক জন্ম-পরস্পর থেকে ভিন্ন ভিন্ন,
সোজা পথ নেই কোথাও-চক্রাকার,
চ্যাপ্টা ও সরু পথ কোথাও কোথাও
অনেক পথের শেষ থাকে না
শিশু.কৈশর.যুবক
অতঃপর বিরাম চিহ্নের কাছে এসে
থেমে যায় সব গতির পা
you can visit my my magazine.... link
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৫ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



