বিজয় ধরে রাখা কতটুকু কষ্টের জান?
জাননা?
আস একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিই।
একটি দাঁত খিলানির কাঠি নাও,
তোমার বা হাতের তর্জনী আর মধ্যমার
মাথা দুটির মধ্যে কাঠিটিকে ঢুকিয়ে ধরে রাখ।
দেখ কত সুন্দর স্থায়ী ভি ফর ভিক্টরী তৈরী হয়েছে!
এখন বিজয় কতক্ষণ ধরে রাখতে পার দেখ।
কষ্ট হচ্ছে? কাঠির তীক্ষ্ণ খোঁচায় অস্বস্তি বোধ করছ?
হ্যাঁ এটাই বিজয় ধরে রাখায় কষ্ট!
বিজয়ী হওয়া সহজ বটে বিজয় ধরে রাখার চেয়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




