নেটের গতী কম থাকায় অনলাইনে গেমস খেলার ইচ্ছা থাকার পরেরও তেমন একটা মজাদার গেমস খেললতে পারছিলাম না । কিন্তু লাইভ গেমসের মজা যারা না খেলেছেন তারা চিন্তাও করতে পারবেন না।তিন মাস আগে একটা বিজ্ঞাপনের হাত ঘুরে চলে যাই অসাধারন এক গেমসের জগতে ।
নিজ গ্রামে স্হাপনা বৃদ্ধির পাশা পাশি সামরিক স্হাপনার উন্নায়ন এবং আন্তর্জাতিক রাজনীতির লীলা বুঝতে হবে । এখানে আপনার গ্রামের মতো ছোট খাটো যেমন থাকবে তেমনি আমার সম্রাজ্যের মতো দানবীয় সম্রাজ্যও থাকবে কিছু কিছু আছে অতী দানবীয়, যাদের ভংয়কর সব অভিযান মাঝে মধ্যে ৬০০০+ খেলোযারকেই আতংকিতো করে তুলে ।
অন্ততো এটুকুবলতে পারি এক বার খেলা শুরু করলে ছয় মাসেও শেষ করতে পারবেন না কারন এই খেলা শেষ করার নয়... চালিয়ে যাবার খেলা । এই খেলা রক্ত পাত আর রাজনীতির কূট কৌশলের খেলা । বন্ধুত্বের কারনে আপনার বন্ধু রাস্ট্র হয়তো আপনার জন্য তার সামরিক বাহিনীর কোরবানী দিবে আবার হয়তো পাশের বন্ধু রাস্ট্র প্রয়োজনের থাতিরে হয়তো আপনার দিকে কামান তাক করবে ।...
পনশ্চ : এখানে বাংলাদেশি খেলোয়ার নেই বল্লেই চলে ,,কানাডা আর নরওয়ের খেলোয়ারাই এখানে ভালো করছে । আমার আইডির নাম Facebook জনসংখ্যা বর্তমানে 5777 এবং রেংকিং 283 । ( ৬০০০+এর মধ্যে) TAC গ্রুপে খেলছি (রেংক ৭) আমার পার্টনার কর্মী দুইজন একজন ১৭ বছরের সুন্দরী কিন্তু নিষ্ঠুর লীফ ( খালি যুদ্ধ বাধিয়ে দেয়)( জাপানী বর্তমানে মার্কীন অভিবাসী) এবং অস্টিন নামে এক কানাডীয় যুবক ( অলস নাম্বার ওয়ান)।
তো এব বার শুরু করুন cleek this link যদি স্ট্রেটিজি একশন গেমের ভক্ত হন তবে আগামি ছয় মাসে থামতে পারবেন না বাজি লাগিয়ে বলতে পারি ।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১১ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




