বিগত কয়েকদিন যাবত ভিকারুন্নিসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ধর্ষক পরিমল ও তৎকালীন অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন করে আসছিল। পরিমল গ্রেপ্তার হলেও পরবর্তীতে সে এবং অধ্যক্ষ হোসনে আরা নির্যাতিতা মেয়েটির সম্পর্কে আজে বাজে মন্তব্য করতে থাকে। মিডিয়াতেও তাদের বক্তব্য ফলাও করে প্রচার করা হয়, অথচ ছাত্রীদের আন্দোলন এবং তাদের দাবিকে কোন মিডিয়া কভারেজ দেয়া হয়নি। বিশেষ করে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলোর ভূমিকায় সবাই হতবাক হয়ে যায়। উপরন্তু গত ১৪ জুলাই, বৃহস্পতিবার ছাত্রী আন্দোলনের রিপোর্ট করতে এসে দুইটি ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা ছাত্রীদের বিশেষ করে প্রাক্তন ছাত্রীদের হুমকি দিয়ে যায়। ছাত্রী আন্দোলনের পিছনে ‘অশুভ শক্তি’ তথা বিরোধীদলের সংশ্লিষ্টতা সংক্রান্ত শিক্ষামন্ত্রির ভিত্তিহীন উক্তিকে জোর দিয়ে প্রচার করা হয় সব ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়। এতে করে ছাত্রীদের উদ্দেশ্য সম্পর্কে ভুল ধারণা পায় দেশবাসী। এটি এন নিউজে মুন্নি সাহা, রাশিদা কে চৌধুরী ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে ছাত্রীদেরকে রাজনৈতিক আশীর্বাদপুষ্ট এবং তাদের অভিভাবকদের দায়িত্বজ্ঞানহীন সাব্যস্ত করা হয়।
মিডিয়ার এহেন ভূমিকায় ছাত্রীরা নিজেরাই তাদের জন্য বিকল্প মিডিয়া খুঁজে নেয়। পরিমলের ঘটনা ফাঁস হওয়ার পর থেকেই ফেসবুক, টুইটার, ব্লগ, ইউটিউবের মাধ্যমে চলছিল নিজেদের বক্তব্য দেশবাসীর কাছে পৌঁছানোর প্রচেষ্টা। ছাত্রীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী- পেশা এবং বয়সের সচেতন নাগরিকবৃন্দ। ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে ঘটে যাওয়া প্রকৃত ঘটনা নামে পেজটির মাধ্যমে প্রকৃত ঘটনা সবাই জানতে পারেন। অবশেষে তাদের এই প্রচেষ্টা বিভিন্ন মিডিয়ার নজর কাড়তে সক্ষম হয়। আজ, ১৭ জুলাই, রবিবার বিভিন্ন পত্রপত্রিকায় ব্যতিক্রমী এই আন্দোলনের কথা উঠে আসে।
সমকালঃ বিকল্প মিডিয়ার উত্থানঃ এর বিষয়বস্তু কীভাবে ছাত্রীরা নিজেদের মত প্রকাশের বিকল্প পথ খুঁজে নিয়েছে
বিকল্প মিডিয়ার উত্থান
প্রথম আলোঃ কেন আন্দোলন ভিকারুননিসায়?ঃ এর লেখক কয়েকজন প্রাক্তন ছাত্রী
কেন আন্দোলন ভিকারুননিসায়?
প্রথম আলোঃ পরিমলের বিচার দাবিঃ পরিমলের বিচারের দাবিতে বরিশালে ছাত্র-শিক্ষকদের মানব বন্ধন
বরিশালে মানববন্ধন
বিঃ দ্রঃ আন্দোলনের সাথে জড়িত প্রাক্তন ছাত্রীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে। পুলিশের পরিচয় দিয়ে ফোন করে তাদের গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে বলে শোনা যাচ্ছে।
পড়ুন এখানেঃ
রাতমজুরের ব্লগ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




