তুমি ঐ আকাশ ভেঙ্গে এতটুকু রোদ এনে দেবে?
আর তুলতুলে মেঘ ভাঙ্গা একমুঠো বৃষ্টি?
আমি রোদের আঁচে উষ্ণ হব,
আর সারা গায়ে মেখে নেব বৃষ্টি।
তুমি ঐ পাখির থেকে এতটুকু রঙ এনে দেবে?
আর ঠান্ডা বাতাস থেকে একমুঠো সুগণ্ধী?
আমি রঙ দিয়ে হাত রাঙাব,
আর স্বেদাক্ত তনুতে মেখে নেব সুগণ্ধী।
তুমি ঐ রংধনুর বুক থেকে এতটুকু ভালবাসা এনে দেবে?
আর তোমার বুক থেকে সবটুকু কষ্ট?
আমি ভালবাসায় মন সাজাবো,
আর মাথা পেতে মেনে নেব কষ্ট।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




