প্রারম্ভিকা:
নিকটি খুব পরিচিত লাগলো। বিএনপি পন্থী ব্লগারদের একজন কে ভাই ভাই করে মুখে ফেনা তুলে ফেলতে দেখা যায়, উনার নাম সাজিদ। একটা পোস্টে সাজিদ কে যখন কোন একটি কমেন্টের জন্য চেপে ধরা হয়েছিলো, এই জহিরুল ইসলাম তাকে বাঁচাতে এগিয়ে এসেছিলো।
ঘটনাঃ
এই পোস্টটি ছিলো সামু ও তার মালিক পক্ষ জানা এবং আরিলকে নিয়ে নোংরামীর একটি পোস্টের প্রতিবাদ স্বরুপ। সেই পোস্ট টি ছিলো আমার বর্ণমালা নামক ব্লগের, যার অধিষ্ঠাতা পরিচিত কয়েকটি ছাগু নিক বলে আমরা জানি। হেলাল এম রহমান, তায়েফ নামক ব্লগার রা ওখানে বেশ স্বচ্ছন্দে ব্লগিং করেন, যাদের সম্প্রতি জামাত-শিবিরের কর্মী বলে ফিউশন ফাইভ সন্দেহ করেছেন। ফলশ্রুতিতে সামুতে তায়েফ বা সমমনা ব্লগার রা গালাগালি করা সহ কোনঠাসা হয়ে পড়েন একপ্রকার। বর্ণমালাতে হেলাল এম রহমান একটি পোস্ট ও দিয়েছিলেন, যেখানে সামুর প্রতি বিষোদগারই লক্ষ্য করা যায়।
প্রশ্নঃ এই জহিরুলের সাথে কি হেলাল গ্যাং এর সম্পর্ক বিদ্যমান? যার ফলশ্রুতিতে তারা জানা আরিল কে নোংরামীর চরম সীমানায় নিয়ে যাচ্ছে? যার কারনে তারা এটাকে নোংরামী মনে করতেও রাজি নয়?
আরো একটি নিক থেকে কি বলা হয়েছে দেখুন-
আপনাদের দ্বারাই যে এই কাজ হয়েছে, তার প্রমাণ এটাই। কোন ধরনের নোংরা মানসিকতার হলে এ ধরনের কমেন্ট আপনারা করতে পারেন সামুর মালিক পক্ষকে নিয়ে। এই পোস্ট টি বেঙ্গল মাসুদের, যিনি পরে কমেন্ট মুছে দেন।
আপনাদের কোন অধিকার নেই এই ব্লগে থাকার। আপনারা শুধু জানা কে নয়, আমাদের দেশের অতিথী আরিলকেও অপমান করছেন, করছেন তাদের ব্যাক্তিগত ছবি প্রকাশ। এটা আমরা বরদাসত করবো না।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




