১)
ফুল ফুটুক আর নাই ফুটুক
আজ বসন্ত
——– সুভাষ মুখোপাধ্যায়
২)
ফুল ছিড়তেই হয়ে গেলাম মানুষ
— আবুল হাসান
৩)
কত ফুল তুমি পথে ফেলে দাও মালা গাথো অকারনে
আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পরে মনে
– কাজী নজরুল
৪)
যত ফুল তত ভুল কন্টক জাগে
মাটির পৃথিবী তাই এত ভাল লাগে ||
– কাজী নজরুল
৫)
আমি কবি, তাই আঘাত ও করি ফুল দিয়ে ||
– কাজী নজরুল
৬)
ভোরের হাওয়ায় , কান্না পাওয়ায় তব ম্লান ছবি
ফুলের জলশায় নীরব কেনো কবি ||
– কাজী নজরুল
৭)
বাতাস তখনই হয় সুরভি যখন তা বন্ধ হয় ফুলের বুকে ||
– আল্লামা ইকবাল
৮)
একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি ফুলের স্বধীনতার জন্য যুদ্ধ করি
– আপেল মাহমুদ
৯)
কেউ ইচ্ছে করুক আর নাই করুক , ফুল ফুটবেই… তবে কেউ ইচ্ছে করলেই যদি ফুল ফোটে তবে সে তো আমারি প্রিয়া —–
— অনামিকা
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




