সিয়াম সাধনার মাস রমযান পেরিয়ে আবার আসছে সার্বজনীন খুশির উৎসব ঈদ ।আসুন আমরা সবাই বলে উঠি ' ঈদ মোবারক ' । ঈদ মানেই অনাবিল আনন্দ, ঈদ মানেই খুশি ।ঈদ মানেই সকল বেদনা দুঃখ কষ্ট ভুলে এক চিলতে হাসি, ঈদ মানেই যেন আলোর ঝর্ণাধারা ।আমরা সকলে গেয়ে উঠি সেই গানটি - " ও মন রমযানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ" ।আমরা ঈদুল ফিতরের সত্যিকারের তাৎপর্য - যাকাত বা ফিতরার ব্যাপারটি যেন ভুলে না যাই, যেখানে আমরা আমাদের যার যার ব্যাক্তিগত অর্থ সম্পদের উপর প্রাপ্ত যাকাত বা ফিতরা অসহায়, এতিম, দুঃস্হ গরীবদের মাঝে বিলি না করতে কার্পণ্য করি - কারনটা সর্বোপরি সবাই জানেন যে - যাকাত বা ফিতরা ইসলামের পাচঁটি স্তম্ভের একটি । আরেকটি ব্যাপার ছোট বাচ্চারা কিংবা আপনার বাসার কাজের লোকটি যেন ঈদ আনন্দে কোন ব্যাপারে কষ্ট না পাই সেটি খেয়াল রাখতে হবে । যাইহোক ঈদের নতুন জামা ,ঈদের নামায ,বাড়ি বাড়ি গিয়ে পোলাও, মুরগী, জর্দ্দা, সেমাই এর স্বাদ উপভোগ করাতে ও অনেক মজা পাওয়া যায় । অনেকে ঈদ উপলক্ষে দূর দুরান্তে ভ্রমন করেন পারিবারিক মিলনে ঈদ উদযাপন করার জন্য -যা তার ক্লান্তি দুরে ঠেলে দিয়ে পরম তৃপ্তি । অনেক বেশী লেখা হয়ে গেল কোন ব্যাপারনা ঈদ তো তাই। আবার আরেকটি ঈদের গানের কথা মনে পড়ছে - " ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায়, ভালবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায় "।
পরিশেষে একটু আবোল তাবোল .....
ঐ দেখোরে ঈদের চান
উতলা যেন অবাক প্রান
রমযান শেষে খুশির বান
ঈদ এলো তাই গাচ্ছি গান
ধনী গরীব একই মান
ঈদ মোবারক গলায় টান
কাঁধে কাঁধে কাঁধ মেলান
পোলাও কোরমা খেয়ে যান
রমযান শেষে খুশির বান
ঈদ এলো তাই গাচ্ছি গান
ঈদ আনন্দ মোহিত করুক কাছে দুরের সকলকে - এই শুভ কামনায় ঈদ মোবারক ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




