আমার ভিতরে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে - প্রশ্নগুলি এরকম
প্রশ্ন : যুদ্ধাপরাধীরদের বিচার কি শুধু একটি দলের রাজনৈতিক এজেন্ডা হিসাবে থাকা উচিৎ ছিল
প্রশ্ন : যারা বিশ্বজিৎ দাসের পৈশাচিক হত্যাকান্ডের বিচার চান তারা কি যুদ্ধাপরাধীরদের বিচার চান না
প্রশ্ন : যারা স্বাধীনতা যুদ্ধে নারকীয় হত্যাকান্ড ধর্ষন ধ্বংসযঙ্গ এর জন্য দায়ী তারা কি কখনো নিজেরা এর জন্য ক্ষমা চেয়েছিল বরং তৃতীয় পক্ষ কেন তাদের ক্ষমা করে দিতে বলে - অতীত ভুলে যেতে বলে এবং সেটা কেন
উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই ।
উদয়ের পথে এখন শোনা যায় - গনতন্ত্র নয় মুল্লুকতন্ত্র, হাহাকার, রাজনৈতিক প্রতিহিংসা আর হানাহানি ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




