:
১।আপনার পার্টনার এর জন্য একটা ম্যাগাজিন এর কাভার বানান।আপনার সঙ্গি এর এক কপি ছবি নিন।কোন একটা নামি ম্যাগাজিন এর কাভার নিন।তারপর কোন গ্রাফিকের দোকানে চলে যান।ওদের কে বলুন এই ম্যাগাজিন মত করে একটা কাভার বানিয়ে দিতে,লিখে দিতে পারেন’’২০১২ সালের ৩০ সেরা সুন্দরী’’।তারপর সেটা কোন এক পরিচিত দোকানে রেখে দিন নির্দিষ্ট কোন তাকে।আপনার সঙ্গিকে নিয়ে যান এবং তাকে বলুন ওই ম্যাগাজিন টা আপনার জন্য কিনে আনতে।আপনি অন্য কিছু কিনার ভাব করুন।
২।মনে করুন আপনার সঙ্গী কোথাও বসে আচে।আপনি তাকে পিছন থেকে জডিয়ে দরুন আর আস্তে আস্তে গাড মাথা টিপে দিন।এতে আপনার সঙ্গী অনেক আরাম পাবে(সাবধান আবার মেশিন ম্যান এর মত করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে)।
৩।একটা বই কিনুন যেটা আপনি এবং আপনার সঙ্গী দুইজনেই অনেক পছন্দ করেন।রাতে ঘুমাতে যাওয়ার আগে দুইজন মিলে বইটা পড়ুন,এক চাপটার আপনি পডুন আরেক চাপটার আপনার সঙ্গীকে পডতে দিন।এইবার দুইজন মিলে বই এর বিষয় বস্তু নিয়ে আলোচনা করুন।এইটা টেলিভিশন এর অন্যতম বিকল্প।
৪।আপনার হাতের একটা ফটোকপি করুন।এইবার আপনার সঙ্গীকে সেইটা পাঠান।সাথে একটা নোট লিখে দিন।“তুমি কি আমার হাত ধরতে চাও?”
৫।কোন এক ছুটির দিনে একটা ঘুডি কিনুন,তারপর সুযোগ বুঝে আপনি আর আপনার পার্টনার মিলে ঘুডিটা উডান।অনেক মজা পাবেন।
৬।একদিন সন্দ্যায় তাডাতাডি বাডি ফিরুন,কেমেরা নিন।তারপর আপানর সঙ্গি যখন রুমে ডুকবে তার ছবি তুলতে থাকুন আর তাকে ভিবিন্ন রকম প্রশ্ন করতে থাকুন এই ভাবে যেন আপনি কোন এক পত্রিকার ফটোগ্রাফার আর আপনার পত্রিকা এর জন্য বিখ্যাত কারো ফটো দরকার।
৭।আপনার সঙ্গি যদি অসুস্থ হয় তবে একদিন পুরা ছুটি নিন।তারপর কিছু মুভি কিনে নিয়ে দেখুন তাকে এক বাটি সূপ গরম করে খেতে দিন।পুরা দিনটা তার সাথে কাটান।
৮।কিছু হিলিয়াম ভর্তি বেলুন কিনুন।বেলুন গুলো গাডির পিছনে ট্রাঙ্ক এ রেখে দিন।তারপর আপনার সঙ্গিকে নিয়ে গুরতে বের হন।আপনি হঠাৎ করে গাডি বন্দ করুন।নিচে নামুম।ভাব করুন আপনি আপনার জুতার ফিতা বাধছেন।তাকে বলুন পিছনের ট্রাঙ্ক থেকে আপনার জ্যাকেট টা নিয়ে আসতে।যখন সে পিছনের ট্রাঙ্ক খুলবে সে সত্যি অনেক মজা পাবে।একটা কাগজে I LOVE U লিখে রেখে দিতে পারেন আগে থেকে।
৯।যখন কোথাও বেডাতে গিয়ে বন্দু বান্দবদের সাথে এক সাথে আড্ডা দিবেন তখন আপনার সঙ্গির প্রশংসা করুন।প্রশংসা করার সময় তার হাতে মৃদু চাপ দিন।
১০।একটা ম্যাজিক বাক্স কিনুন।তারপর সেখানে প্রতি মাসে একটা ছোট গিফট রেখে দিন।আপনার সঙ্গি যখন গিফট আবিষ্কার করবে সে অনেক খুশি হবে।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




