বাংলা লেখা দেখি মহা ঝামেলা
আসলে অনেক আগে লিখছিলাম কিত্নু কখনো কাউকে বলিনি...
প্রিয় আপু,
অনেক দিন ধরেই ভাবছিলাম আপনাকে লিখব । নানা কারণে লিখা হয়ে উঠছিলোনা । কখনো সময়ের অভাব কখনো দিধাদন্ধ কখনো কি লিখব বুঝে উঠতে না পারা এই রকম অনেক কিছুই বার বার শুধু মনে আসছিল । কিন্তু গত কয়েক দিন ধরে মনে এক প্রকার জেধ চেপে বসেছে যার কারণে মূলত আজকের এই অক্ষরযোজন । যাই হোক মূল বিষয়ে আসি । প্রথমেই বলে নেই আপনার গত কয়েক দিনের অনুপস্তিথি বার বার আমায় ভাবিয়েছে আপনি শারীরিকভাবে অসুস্ত কিনা । অনেকবার এ ও ভেবেছিলাম আপনাকে ফোন করব কিনা । তো আবার সেই দিধাদন্ধ যার কারণে শেষ পর্যন্ত আর ফোন করা হয় নি । আমি জানি না আমার এই অনুভুতিটা আপনি কিভাবে দেখছেন তবে একটা বিষয় আমি নিশ্চিত আপনার প্রতি সামান্য হলেও ভালোলাগার বিষয়টা আমার মধ্যে সৃষ্টি হয়েছে হয়ত নিজের অজান্তেই । লাঞ্চের সময় হলেই বার বার শুধু আপনার কথাই মনে পরে । আপনি আপনার কলিগ বান্ধবীদের নিয়ে যেখানে বসেন কেন জানি আমার ও সেই একই ডেস্ক বা তার আসেপাশে বসার ইচ্ছাটা কোনো ভাবেই দমিয়ে রাখতে পারি না । অনেক সময় একাকী বসে লাঞ্চ করি । খুবই বিরক্তিকর তারপর ও করতে হয় । আমার কলিগদের সাথে আড্ডা আর দেয়া হয়না । সান্তনা হিসাবে ভাবি তবুও আপনার পাশেই তো আছি । আপনাকে দেখতে পারছি । হয়ত দিনের ওই সময়টাই এত কিছুর পরও আমি সব চেয়ে বেশি উপভোগ করি তার একমাত্র কারণ আমার ক্ষুদ্র দৃষ্টিসীমায় শুধু আপনার উপস্থিথি । অনেক চেষ্টাই তো করলাম গত কয়েক মাসে । কিন্তু কোনো ভাবেই অন্য কারো উপস্থিথিটা এতটা নাড়া আমায় দিতে পারে নাই । এতটা স্পর্শ করেনি আমায় ।
শাহবাগ মোরে গাড়িটা যখন দাড়ায় কেমন জানি তীব্র একটা ঘ্রাণ আমার নাকে এসে লাগে । চার পাশে তাকিয়ে দেখি গাদা, রজনীগন্ধা আর টকটকে লাল কিছু গোলাপ । ভাবি তাদের কথা যারা এইসব ফুল কিনে নিয়ে যাই । ভাবি সেই সব ভাগ্যবান বা ভাগ্যবতীদেরকে যারা তাদের প্রিজনদের মুখে হাসি ফোটাতে এই ফুল গুলু উপহার দেই । আমার মাঝেমধ্যে ইচ্ছে করে সেই রকম কেউ যদি থাকত যে আমার আনা একটা ফুলের জন্য অপেক্ষা করবে আর বলবে একটা কেন আমার আর ও চাই !! হয়ত তার কাছে তখন ক্ষমা চেয়ে বলতে হত এত আমি দেব কোথেখে আমার যে আর বেশি দেয়ার সামর্থ্য নাই !! সে হয়ত অভিমান করে কথা বলাই বদ্ধ করে দিত । তখন হয়ত তার অভিমান ভাংতে পুরো মাসের বেতন দিয়ে পুরো শাহবাগ মোরের সবগুলু ফুলই কিনে তাকে দেয়ার মত পাগলামি করতাম !! হয়ত তার পরক্ষনেই মনে হত হাই হাই কি করলাম !! সে তখন আমায় বকত আর বলত আমি একটা পাগল !!
এই পাগল ডাকটা শোনার কত অপেক্ষায় তো করলাম । কিন্তু আজ অবধি কেউ সেটা বলল না ।
যাক, অনেক কথাই তো লিখা হয়ে গেল । কিন্তু যাকে নিয়ে এত কিছুর সূত্রপাত তার মুখে কি কিছু শোনার আশা করতে পারি ??
Written on Tue, 08 Feb 2011 20:38:32

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




