জীবনের চলতে গেলে , মানুষকে বুঝতে পারাটা খুব জরুরী , তবে আকষ্মিকভাবে জীবনের অন্ধকার দিকগুলো সামনে আসলে মনে হয়, মানুষকে না বুঝতে পারলেই বেশী ভাল থাকা যেত।
ছবির আড়ালে লুকিয়ে থাকা মুখোশ পরা মানুষ দেখতে দেখতে আজকাল কেমন জানি নিজেকেই শুধু প্রশ্ন করতে ইচ্ছা করে আমাকে কেন বিধাতা এই মুখোশ ধারী করলেন না । হয়ত করেছেন তবে কেন তা আরো পরিপাটি করে দিলেন না?? বার বার শুধু আপসোস হয় না পাওয়ার, হারানোর, পরাজিত সত্তার অস্তিত বয়ে বেড়ানোর । শুধু মার খেতে খেতে কত দিন আর নিজের আস্তা ধরে রাখা যাই??
আপনার হাতে অস্ত্র আছে, পলিটিকাল বাকআপ আছে, আপনার মামা আছে, কালো টাকার পাহাড় আছে, আট দশটা ভাড়াটে গুন্ডা আছে তো সব কিছু করার লাইসেন্স ও আপনার আছে । কোনো জবাবদিহিতা নেই, কোনো বিবেক দংশন নেই, কোনো মান সম্মানের বালাই নেই, কোনো প্রতিযোগী নেই, কোনো প্রতিবাদী কন্ঠসর নেই। এই হীনতা মেনে নিয়ে সোনার বাংলার সোনার ছেলে হয়ে বেছে থাকতে আর ইচ্ছে করে না ।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




