ভারত আর ফাখিস্তান খেল্লেই অনেক মাতামাতি হয় এটাতো আর নতুন কিছু না । তো গতো কয়েকঘন্টা ধরে সুধু দুটো খেলা নিয়ে যে পরিমাণ পোস্ট আর কমেন্ট দেখলাম তাতে সুধুই মনেহচ্ছে আমরা অনেক বড় ক্রিকেট পাগল জাতি । ভাবতে ভালোলাগারই কথা । আসলে ভালো ঠিকই লাগছিলো তবে কয়েকটা ঘটনা কেমন জানি মেনে নিতে পারছি না ।
এই সেদিন উইন্ডিসদের সাথে ফাখিস্তানের খেলা ছিলো । তো সেই ঈমানী জোস নিয়ে আমরা ফাখিদের জন্য গলা ফাটালাম । অফিসের উপর তলায় বসে কিছুক্ষন পরপর শুনছিলাম সে কি চিৎকার মনে হচ্ছিল করাচি বা ইসলামাবাদ বসে আছি । কেউ কি সেদিনের কানফাটা আওয়াজ সুনে বলবে এই সেই দেশ যাদের জন্য আমাদের মা বোনেরা ঈজ্ঝত দিয়েছিলো । তাদের বক্তব্য হলো উইন্ডিসদের আমরা প্রাপটা বুজিয়ে দিয়েছি । তো গতোকাল ইন্ডিয়ার সাথে খেলাই তাদের যে হৃদয়ফাটা উল্লাস আমরা দেখলাম এখন কি তারা বলবে এটা তাদের একত্তরের বেজ্নমা হওয়ার ফল ??
সবচেয়ে বেশী খারাপ লাগলো ক্রীকইনফোতে পাবলীশ হওয়া ভিডীওটা দেখে । দুইজন বাস্টাড বাংলাদেশী জার্সি গায়ে দিয়ে যা বল্ল শুনে বার বার ভাবছীলাম কেন নিজেদের আমরা বাংগালী বলী আজো । মুক্তিযোদ্দারা জীবন দিয়ে যে দেশ স্বাধীন করল এই কি সেই দেশ যেখানে দাড়িয়ে আমরা বলব আমরা তো পাখী্স্তানেরই একটা অংশ (!!!!!!!!!!????????)
আমাদের শরীরে তো পাকিস্তানিদের রক্ত !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
সুত্র:
http://www.youtube.com/watch?v=tncwJjOhgKw
আমরা জাতী হিসাবে গৌরব করার মত যে খুব বেশীকিছু পেয়েছি তা কিন্তু নয় । তবে যদি আদৌ কিছু পেয়ে থাকি, মুক্তিযুদ্ধের অর্জন তার মদ্ধে সর্বশ্রেষ্ঠ । কিন্ত যখন নিজের দেশের মাটিতে শুনি আমরা পাকিস্তানেরই অংশ, আমাদের শরীরে পাকিস্তানিদের রক্ত, রাগে দুক্ষে ভাষা হারা হয়ে যাই । ইচ্ছেকরে কোনো ভাবে আজ যদি নিজের এই বাংগালী পরিচয়টা মুছে ফেলতে পারতাম, লক্ষ কোটি হতভাঘ্য মা বোনের কাছে এই কুচিৎ চেরারাটা নিয়ে আর যদি কোনোদিন না দারাতে পারতাম, নিজেকে সেদিন আশলেই অনেক ভাঘ্যবান মনে হত ।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




