বিশ্বকাপ ক্রিকেট ২০১১ । আক্ষরিক অর্থেই এক মহা আয়োজন ।
মনে পড়ে সেই বর্ন্যাঢ ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান । অসাধারণ ওয়েলকামিং সং । কালচারল ড্যান্স । দে ধুমা দের তালে তালে সব ধর্ম বর্ণ গোত্রের মিলেমিশে একাকার হওয়া। এবং অবশেষে মাইন্ডব্লোইং ফাইয়ার ওয়াকস্ । শেষ হলো প্রতিক্ষার প্রহর গোনা । উফ্ সেদিন যে কি ভালো লেগেছিল বলে বোঝাতে পারবনা । কৃতজ্ঞ্যতা জানাই উইজক্রফট্ কে । সকল নিরাপত্তা কর্মিকে । অংশ নেয়া সব শিল্পিকে । আর হাজার হাজার ক্রিকেট পাগল দর্শককে ।
ভোরের ঝলমলে আলো্য় উদ্ভাশীত হয়ে মাঠে নামল স্বাগতিক দুটো দেশ । সুচিত হলো এক মহান উপাখ্যানের। ক্রিকেটবিশ্বের এক অমর স্বত্তার কালীমা মোচনের উপাখ্যান। কোটি কোটি ভক্তের ভালোবাসা স্নাত ক্রিকেট ঈশ্বরের স্বপ্ন পূরণের উপাখ্যান।
বাংলাদেশের স্বাথে জয় দিয়ে যার শুরু। অতঃপর, একের পড় এক রতি মহারতি কে হাড়িয়ে স্বপ্ন পূরণের দৃপ্ত স্বপথে এগিয়ে চলা।
অবশেষে ফিরে এল স্বপ্নপূরণের সেই মাহেন্দ্রক্ষণ। একুশ বছর ধরে লালন করা সেই একই স্মৃতি। একেই বোধহয় বলে নস্টালজিয়া। পূরোণোর মাঝে নিজের অস্তিত্ত খুজে ফেরা। প্রকৃতির অমোঘ নিয়ন: হৃদয়ের গভীরে জমা অপ্রাপ্তির আকাংখাই প্রিয় জিনিষটির প্রতি বাড়িয়ে দেয় গভীর মমত্তবোধ। ঈশ্বরও বোধহয় এমনই চেয়েছিলেন নইতো যার হাত দিয়ে লিখলেন এক অমর কাব্য, গরালেন প্রায় সব কটি স্তম্ভ, যাকে দিলেন লাখো ভক্তের অতলস্পর্ষি ভালোবাসা তাকে কেন সূদির্ঘ একুশবছর রাখলেন অপেক্ষায়??
জয়ীহলো ভারত। লিখিত হলো ক্রিকেট ঈশ্বরের মহিমান্বিত্ত্ব অমর এক স্বপ্নিল উপাখ্যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




