কলিগ.....।
নামের মধ্যে কেমন জানি কাটখোট্টা একটা ভাব।
ফ্যেন্ড....।
হুম উচ্চারণটা বেশ স্মুথ, কিছুটা রোমান্টিক আবার কিছুটা কেয়ারলেস একটা ফ্লেভার যেন খুজে পাই।
এ তো গেল ইংরেজির কেরামতি। এবার মাতৃভাষার কেরামতি দেখুন।
সহকর্মি কথাটা শুনলে আপনাদের কেমন লাগে জানিনা কিন্তু আমার বেশ আনইজি লাগে।
আবার বন্ধু/দোস্ত এই ডাক গুলো শুনলে অন্যরকম একটা ফিলিংস্ আসে।
লেকছিকোগ্রাফাররা কিভাবে নতুন শব্ধ অবিধানে ঢুকাই তা আমার জানা নেই তবে অন্তত উপরের উদাহরণ থেকে বলতে পারি কন্টেকস্ট ভেদে শব্দের উচ্চারণ, তা নির্বাচনের ক্ষেত্রে ভালোই ভূমিকা রাখে।
এই কলিগ আর ফ্যেন্ডের পার্থক্য আমাকে প্রথম যিনি বোঝান তিনি বছর খানেক আগে কানাডা থেকে পিএইচডি করেছেন। কিং ফাহাদ ইউনিতে বর্তমানে চাকরি করছেন। আশলে তার কথা বলার উদ্দেশ্য উনি আমাকে যে কয়েকটা তত্তকথা বলেছিলেন তার মধ্যে এটা একটা। "ফ্যেন্ডের কাছে যে কোন বিষয়ে নিদ্ধিধায় সাহায্য চাবা। তুমি যেদিন জব করবা সেদিন কিন্তু আর ফ্যেন্ড পাবা না।" উনার কথাটা একজেক্ট বলতে পারছিনা। তবে আমি শেদিন বেশ অবাক হয়ে লক্ষ করেছেলাম আরে তাইতো স্কুল কলেজে পড়ার সময় আমরা একে অন্যকে বলতাম বন্ধু আর যেদিন চাকরি জীবন শুরু করলাম সেদিন থেকে আর 'বন্ধু' ডাকটা খুব একটা সুনা হয় নাই। আচার ব্যবহারের পার্থক্যটাও লক্ষ করলাম। কি অদ্ভুত পরিবর্তন!!
এই সেদিনও কেউ আমাকে ইন করে শার্ট পড়তে বল্লে আমার কেমন যানি বেশ লজ্জা লাগত। সবার সাথে দাড়ালে মনে হত আমার তেদর বন্ধুরা পিছন থেকে আমাকে নিয়ে তামাশা করছে। মেয়েদের সামনেতো যাওয়ার প্রশ্নই উঠে না!! মনে আছে ফোর্থ ইয়ারের থিসিস প্রেজেন্টেশনের সময় অনেক কষ্টে ইন করে ছিলাম। ডোলাডালা একটা শার্ট কোনমতে গুজে পড়েছিলাম আর কি!! হল ভর্তি পুংটা পোলাপানের সামনে দাড়িয়ে আমি সেদিন প্রেজেন্টেশন দিয়ে মনে হচ্ছিল পৃথিবির সেরা চিঝটাকে ওরা একবার দেখার সুজোগ পেয়েছে!! হলরুম থেকে বের হওয়ার পর আমার থিসিসমেট আমাকে বলেছিল বন্ধু তুমি তোমার ইনটা কখনো খুলো না!! কথাটা ও খুব সিরিয়াসলি বলেছিল তাই ওর সাথে রাস্তার বাকি পথ আমি একসাথে এশেছিলাম!! কিন্তু মনে মনে ওর উপর বেশ রেগেছিলাম এটা বুঝে যে ও সুজোগ পেয়ে আমার সাথে টিটকারি মারছে!! তবে অনেক দিন পড়ে যেনেছিলাম আমাকে নাকি সেদিন আসলেই দেখতে বেশ ভালো লেগেছিল। কিন্তু আজো মনে হয় ওরা সেদিন আমাকে নিয়ে তামাশা করেছিল।
চলবে.......।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




