কখনো কখনো মেয়েরা এমনভাবে ইভটিজিংএর শিকার হয় যে কিছু করার থাকেনা।
ধরুন আপনি একজন মহিলা/মেয়ে কলেজে পড়ছেন।
(অশালীন কাপড় পরা না আপনি) আপনি বোরকা পড়ে কলেজে আসা বা যাওয়ার জন্য বাসে উঠলেন।
বাসের হেল্পার আপনার দিকে কটু দৃষ্টি নিয়ে কয়েকবার তাকালো।
এবং শেষে নামার সময় হেল্পার কোন কটু কথা শুনালো।
আপনি তার কথার প্রতিবাদে কিছু যে বলবেন তা ও পারছেন না, কারণ বাসটি দাড়ায়নি.....
(আমার মনে হয় এমন পরিস্হিতে মেয়েটির এসব হজম করা ছাড়া আর কিছুই করার থাকেনা।)
আপনি এমন পরিস্হিতে পরলে কি করতেন??
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




