ব্লগার রাজীব নুর কি জেনারেল নাকি ব্লগিং থেকে বিদায় নিয়েছেন ? তিনি যদি নীতিমালার আওতায় এসে থাকেন তবে এই পোস্ট সরিয়ে নেব। তবে ব্লগার শায়মা আপুর এক কমেন্টে জেনেছি যে, রাজীব রাগ করে ব্লগ ছেড়ে গেছেন।ব্লগে রাজীব নুরের অনুপস্থিতি ভালই অনুভুত হচ্ছে। ব্লগ অন্ত প্রান ছিলেন তিনি। আমার দৃষ্টিতে তাকে মূল্যায়নের চেষ্টা করছি আজকের এই পোস্টে।
ব্লগার রাজীব নুর বেশ প্রানবন্ত একজন ব্লগার। তার তারুন্যে ভরপুর উচ্ছল উপস্থিতি দেখতে ভাল লাগে ব্লগে। রাজীব নুর উনার ছোট্ট মিষ্টি পরিবারের বিভিন্ন গল্প, ছবি ব্লগে প্রায়ই শেয়ার করতেন । অনেকটা ডাইরির আকারে দৈনন্দিন জীবনের সাদামাটা ঘটনাগুলো বেশ নান্দনিকভাবে উপস্থাপনা করতেন। রাজীব নুরের অনুপস্থিতিতে তাই ভীষনভাবে মিস করছি সুরভি ভাবী , পরি ও ছোট্ট ফাইজাকে। উনাদের ভাই বোনের বিড়াট যৌথ পরিবরের সবাই ঢাকা শহরে একই বিল্ডিং এ বসবাস করেন। এমন পরিবার আজকের দিনে দুর্লভ। বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে উনার পারাবারিক আয়োজনের গল্পগুলো তপ্ত দুপুরে বৃষ্টির আমেজের মত অনুভুতি সৃষ্টি করে। কোন আদিখ্যেতা নেই, মেকি শো অফ নেই, বাহুল্যবর্জিত ঝরঝরে সেসব বর্ননায়। পারিবারিক পোস্ট ছাড়াও ঢাকা শহরকে নিয়ে লেখা পোস্টগুলোও বেশ ভাল লাগত। ঢাকা শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন অনিয়ম, বিশৃংখলা ফুটে উঠত সেসব লেখায়। শাহেদ জামাল নামক এক চরিত্র তিনি তৈরী করেছিলেন যাকে নিয়ে প্রায়ই গল্প লিখতেন। চরিত্রটিতে ব্যক্তি রাজীব নুরের ছাপ সুস্পষ্ট থাকায় আমার সব সময় মনে হত যে , হয়ত নিজের আশা আকাঙ্ক্ষার বাস্তব রুপ দিতে চেষ্টা থাকতো সেসব গল্পে।
এবার আসি রাজীব নুরের নেতিবাচক দিক নিয়ে। উনার বিরুদ্ধে কপি পেস্ট এর বেশ কয়েকবার অভিযোগ উঠার পর বিষয়টা নিয়ে গোয়ার্তুমি না করে উনার উচিৎ ছিল পজিটিভলি সমাধান করা। উনার আরেকটি চারিত্রিক দুর্বলতা ছিল দ্বিমুখী আচরন।সকালে একরকম বক্তব্য দিয়ে ,বিকেলেই সম্পূর্ন বীপরিতমুখী বক্তব্য দিতেন!! ধর্ম বিষয়ে লেখা পোস্টগুলো ছিল চরম বিভ্রান্তিকর ও বিরক্তিকর। ব্লগে ওস্তাদ শিষ্য সম্পর্ক পাতানো ছিল রাজীব নুরের ব্লগিং লাইফে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। ব্লগে আমাদের সুনির্দিষ্ট কোন ব্লগারের লেখা ভাল লাগতেই পারে , কিন্ত তার মানে এই নয় যে তাকে অন্ধভাবে অনুসরন করতে হবে বা দিন রাত তার হয়ে সাফাই গাইতে হবে !!
ভার্চুয়াল ব্লগিং জগৎের কারো সাথেই আমাদের বাস্তবে পরিচয় নেই। তাছাড়া এখানে সবাই শখের বসে লেখালেখি করে। তাই ব্লগের কারো প্রতি তিক্ততা বা শত্রুতামুলক মনোভাব পোষন করা আমার কাছে নিতান্তই শিশুসুলভ ও হাস্যকর বলে মনে হয়। আশা করি শীঘ্রই আবার রাজীব নুর এই প্ল্যটফর্মে ব্লগিং করতে ফিরে আসবেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০২৪ রাত ৯:০৫