সদ্য প্রকাশিত (year 2026) কিউএস র্যাংকিং এ ঢাকা বিশ্ববিদ্যালয় 584 তম স্থান অর্জন করে দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। । দ্বীতিয় স্থানে রয়েছে বুয়েট ( rank 761-770) , তৃতীয় স্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি ( rank 951-1000) , চতুর্থ স্থানে ব্র্যক ইউনিভার্সিটি ( rank 1001-1200 ) এবং পঞ্চম স্থান দখল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( rank 1201-1400)।
বিগত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামিলীগ সরকারের আমলে আমাদের দেশীয় বিশ্ববিদ্যালয়্গুলোর স্থান QS or Times higher education Ranking এ ৮০০ এর মধ্যে কখনও ছিল না। সবচেয়ে করুন দশা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের । দেশীয় বিশ্ববিদ্যালয়্গুলোর মাঝেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নেমে গিয়েছিল অনেক নীচে। এর ক্রেডিট অবস্যই আমরা দিতে পারি চা চপ সিঙ্গারা ভিচি মহোয়দকে!! তবে উনাকে একক ক্রেডিট দিলে অবস্য দলীয় লেজুরভিত্তিক নীল দলীয় চাটুকার ও দালাল শিক্ষকদের প্রতি অবিচার করা হবে! ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান এর অধঃপতন ঘটানোতে এদের সবার যৌথ কৃতিত্ব রয়েছে!! তবে কৃতিত্বের আরেক দাবীদার ছাত্রলীগ। হেলমেট পড়ে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের নতুন ধারা সৃষ্টিতে এদের নজিরবীহিন ভুমিকা রয়েছে!!
স্বৈরাচার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন যে ভিসি নিয়োগ দেয়া হয়েছে তিনি নির্দলীয়। ড. নিয়াজ আহমেদ খান এর আগে বেসরকারী আইইউবি ইউনির উপ উপাচার্য ছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউসে সিনিয়র কমনওয়েলথ ফেলো প্রফেসর নিয়াজের কর্মজীবন বর্নাঢ এবং রিসার্চ প্রোফাইল খুবই সমৃদ্ধ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্ব গ্রহনের পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ে শৃংখলা প্রতিষ্ঠা করেন। সাধারন ছাত্রছাত্রীরা উনার প্রসংসায় পঞ্চমুখ। প্রায়সই তিনি , হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, কোনো দাবি-দাওয়া আছে কিনা বা কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চান। দিনরাত তিনি বিশ্ববিদ্যায়ের মান উন্নয়নে কাজ করে চলেছেন যার প্রতিফলন ঘটেছে আন্তর্জাতিক রেংকিং এ । ডক্টর ইউনুসের কাছে অনুরোধ থাকবে যে, ক্ষমতা থেকে বিদায় নেয়ার পুর্বে তিনি যেন শিক্ষাঙ্গন থেকে দলীয় লেজুরভিত্তিক শিক্ষক ও ছাত্র রাজনীতি চিরতরে নিশিদ্ধ করে যান। ২০২৪ এর জুলাই/ অগাস্ট এর গনঅভ্যূত্থানে হয়ত এত ছাত্রদের প্রান দিতে হত না যদি দেশের বিশ্ববিদ্যালয়গুলো জাতির বিবেক হিসেবে কাজ করত।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৫ বিকাল ৩:০০