
৯ই সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহুর্তে সকল দলের প্রার্থীরা শিক্ষাঙ্গনে প্রচারনায় ব্যস্ত। কে জিতবে, কে হারবে তা এখনই নির্নয় করা সম্ভবপর হচ্ছে না। ডাকসু ইলেকশনের ভোটাররা সব ঢাবিয়ান। আশা করা যায় যে, তারা যোগ্য প্রার্থী বেছে নিতে ভুল করবে না। জুলাই গনঅভ্যূত্থান পরবর্তী ঢাবিতে খব স্বাভাবিকভাবেই জনপ্রিয়তার শীর্ষে থাকার কথা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নেত্রীদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) প্যানেলের। এই দলে রয়েছে ঐতিহাসিক ৯ দফার ঘোষক আবদুল কাদের , আবু বারেক মজুমদার সহ অন্যান্য নেতা নেত্রীরা। একদা গুপ্ত দল হিসাবে পরিচিত ছাত্র শিবির , বর্তমানে পাবলিকলি আত্মপ্রকাশ করেছে। এই দলের জনপ্রিয়তা যাচাই করা খুবই কঠিন। সাদেক কাইউম জেতার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই অভিমত দিচ্ছে। ছাত্র শিবির বেশ চাতুর্যের সঙ্গে তাদের প্যানেল গঠন করেছে যেখানে রয়েছে মুসলিম-অমুসলিম, হিজাবি-নন হিজাবি, আদিবাসী , চোখ হারানো জুলাই যোদ্ধা। অর্থাৎ সকল ধরনের ছাত্র ছাত্রীদের সম্মিলন ঘটিয়েছে তাদের প্যানেলে। ছাত্র শিবিরের এগেইন্সটে সবচেয়ে হাই প্রোফাইল প্যানেল হচ্ছে বাগছাস প্যা্নেল। ছাত্রদল প্যা্নেলে যারা রয়েছে,তারা তাদের কাজ কারবার দিয়ে ক্যম্পাসে হাস্যরস তৈরী করছে। ছাত্র ছাত্রীদের কাচ্চি খাইয়ে এবং বিনোদন প্রদান করে তারা ডাকসু বিজয়ের অলীক স্বপ্নে বিভোর। ভিপি পদে বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও রয়েছে যাদের ক্যম্পাসে ভাল গ্রহনযোগ্যতা রয়েছে। উমামা ফাতেমা এ ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে।
বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের এক বিতর্কিত মন্তব্য বিগত কয়েকদিন ধরে অনলাইনে ভাইরাল। ছাত্রলীগকে দায়মুক্তি দিয়ে আব্দুল কাদের কেন এ ধরনের বক্তব্য দিয়েছে তা কারোরই বোধগম্য নয়। তার বিতর্কিত বক্তব্যের বিষয়ে কোন ব্যখ্যা না দিয়ে সে এখন '' ক্রাই বেবী'' র ভুমিকায় অবর্তীন হয়েছে! সর্বত্র বলে বেড়াচ্ছে যে , ''আমার ডাকসু'তে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।'' ছাত্র শিবিরের হুমকিতে নাকি তার জীবন বিপন্ন !!! আব্দুল কাদের এর বর্তমান ভুমিকা খুবই সন্দেহজনক। ছাত্রলীগের পক্ষে বক্তব্য ও ছাত্র শিবিরের বিপক্ষে বক্তব্য দিয়ে কি সে ছাত্রশিবিরকেই জনপ্রিয় করে তুলতে চাইছে? অসম্ভব কিছু নয়। কারন একদা আব্দুল কাদের ছাত্র শিবিরের সক্রিয় সদস্য ছিল। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনেও কাদেরকে সবাই ছাত্র শিবির হিসেবেই চিনতো। ভিপি পদপ্রার্থী থেকে বহুরুপি আব্দুল কাদেরকে অবিলম্বে প্রত্যাহার না করলে এর ফলাফল ভোগ করতে হবে বাগছাস প্যা্নেলকে। এক আব্দুল কাদেরের হঠকারিতার কারনে বাগছাস প্যানেলের পরাজয় হলে তা অত্যন্ত খারাপ একটা দৃষ্টান্ত স্থাপন হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




