
সামহোয়্যার ইন... ব্লগের প্রিয় সহব্লগার এবং পাঠক, সবাইকে ধীবর চন্দনের ব্লগে স্বাগতম।
বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ কমিউনিটিতে পছন্দের নামে লেখালেখি করার আনন্দই আলাদা। শুভ ভাবনার চর্চ্চার জন্যে খোলা হাওয়ার মতো স্বাধীনতা এনে দিয়েছে এই অনলাইন ওয়েব লগ বা ব্লগ। সব শ্রেণীর লেখক পাঠকদের মাঝে তাই এর জনপ্রিয়তা। সে স্বাধীনতার ভাগীদার হতে পেরে আমি আনন্দিত।
ব্লগ লেখা এবং উৎসাহ অনুপ্রেরণা দেবার জন্যে প্রথমেই ধন্যবাদ দিতে চাই সামহোয়্যার ইন... ব্লগের জনপ্রিয় ব্লগার এবং লেখক হাসান মাহবুব ভাই-কে। এবং সংশ্লিষ্ট সব মডারেটরদের... অনেক ধন্যবাদ আপনাদের।
এরপর ধন্যবাদ দিতে চাই যারা সেফ না হওয়া অবস্থায়ও আমার ব্লগে ঘুরে এসেছেন, এবং কমেন্ট করেছেন তাঁদের। আপনারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন।
সবশেষে ধন্যবাদ দেবো, আমার ভাবী পাঠক এবং শুভানুধ্যায়ীদের। পাঠকের অনুপ্রেরণাই লেখকের চালিকাশক্তি। আপনাদের গঠনমূলক এবং উৎসাহে আমি লিখে যাবো, এই প্রত্যয় ব্যক্ত করি।
যাহোক, আমার সেফ-না-হওয়া সময়ের লেখা গুলো পড়তে পারবেন নিচের লিঙ্কগুলো থেকে। আশা করি আপনাদের কাছে কৌতুহলোদ্দীপক হবে লেখাগুলো।
১।
দ্বিতীয় দশকের কবি সমর সেনের 'একটি বেকার প্রেমিক' কবিতার পাঠ প্রতিক্রিয়া
২।
ফ্রেন্ডশীপ ডে-এর ইতিহাস এবং বিখ্যাতদের বন্ধুত্ব নিয়ে লেখা
৩।
একটি অণুগল্প - শিরোনাম: আইভানোভিচ
৪।
ফেসবুক সংষ্কৃতির পটভূমিতে একটি অণুগল্প - "আপু প্লিজ অ্যাকসেপ্ট করেন"
৫।
ইংরেজী ভাষার অপেক্ষাকৃত অজানা বিষয় "অক্সফোর্ড কমা"-র ইতিহাস এবং ব্যবহার
৬।
আমেরিকা যুক্তরাষ্ট্রের এলিট বিশ্ববিদ্যালয়ের দল বা আইভি লীগ-এর গল্প
সবাইকে আবারো ধন্যবাদ। শুভ ব্লগিং।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



