প্রথম আলু লিখেছে=
মানিকগঞ্জ সদর থানায় গতকাল রাত ১১টার দিকে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে কাসেম ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, মেয়েটিকে প্রথমে বাসচালক দীপু এবং পরে তিনি ধর্ষণ করেন। কিন্তু পুলিশের কাছে ওই তরুণী কাসেমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।
অন্যান্য সকল পত্রিকা লিখেছে বাসচালক ও হেল্পার দুজন মিলে ধর্ষণের কাজ করেছে এমন কি প্রথম আলু ও তাই লিখেছে। কিন্তু মেয়েটি শুধু কেন কাশেমের বিরুদ্ধে অভিযোগ করবে?? প্রশ্ন থাকলো
গত কাল আমি মানিকগঞ্জ গিয়ে ছিলাম। আমি দেখেছি ঐ রাস্তা টি কত জনাকীর্ণ। প্রতিটা বাস যাত্রী দারা পরিপূর্ণ থাকে। তাও
আবার গত কাল ছিল সপ্তাহের শেষ দিন। মানুষের বারিফেরার তোরজোড় থাকেই। এর মাঝে কি ভাবে দুপুর বেলা এই ঘটনা ঘোটতে পারে???? প্রশ্ন
বাস নষ্ট হউয়ার অজুহাতে সকল যাত্রী নেমে গেল। কিছুখন পর ঐ বাস আবার ঠিক হল এবং মেয়েটিকে নিয়ে রউনা দিল। কি ভাবে সম্ভব? বাস যদি ঠিক হয়েই থাকে তাহলে অন্য যাত্রীরা বাসে গেল না কেন? সবাই কথায় গিয়েছিল?
আর যদি বলেন অন্য যাত্রী রা অন্য বাস ধরে চলে গিয়েছিল তাহলে মেয়টি গেল না কেন? শুধু মেয়েটি রয়ে গেল আর সবাই চলেয় গেল? ঐ রাস্তায় হাজার হাজার গার্মেন্টস কর্মী জাতায়ত করে ঐ মেয়েটি তো একা ছিল না।
পুর ঘটনা পরে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে!!!! জোড় করে দিল্লি বানাছি নাতো আবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




