আজ একটা লেখা দেখলাম। একজন এমপি সাহেবের ড্রাইভার এর সম্পদের সর্ম্পকে উনি বলেছেন। তার লেখা পড়ে আমারও একটা কথা মনে হয়ে গেল।
ঢাকাতে আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকাটা অভিজাত এলাকা না হলেও গুলশানের অনেক কাছে। গুলশান নিকেতন এর পিছনের এলাকা। নাম উত্তর কুনি পাড়া। নিপ্পন কম্পানির পেছনের এলাকা। ঢাকার অনান্য এলাকার মত এখানেও অনেক বড় বড় সুন্দর সুন্দর ৬ তলা বাড়ি রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই সব বাড়ির মালিকদের নিয়ে। অধিকাংশ বাড়ির মালিক হচ্ছেন পিডিবির মিটার রিডার। এক জন হচ্ছেন হাবিবুর রহমান সাহেব, উনি টয়োটা নিয়ে অফিস করতে জান, শুনেছি অফিসের একটু দূরে গাড়ি থেকে নেমে অফিসে যান এবং অফিসের শেষে ড্রাইভার তাকে নিয়ে আসে। তত্তাবধায়ক সরকারের সময় উনি গাড়ি বিক্রি করে দিয়েছিলেন এখন আবার কিনেছে। বেশ কিছুদিন ধরে উনি এখন একটা স্কুল দিয়েছেন।উনি আবার ওই স্কুলের হেডমাস্টার। এখন উনি দাবি করেন উনি নাকি ঢাকা ইউনিভার্সিটি থেকে এম এ পাস করেছেন। আমার প্রশ্ন হচ্ছে উনি যদি এম এ পাশ ই হয়ে থাকেন তাহলে কেন উনি পিডিবির মিটার রিডার এর চাকরি করতে গেলেন? এই পোস্টের জন্য নিশ্চই এম এ পাশ করা লোক এর দরকার নাই। উনি আবার প্রতি বছর হজ করতে যান। উনার বাসার গল্প না হয় নাই করলাম, তবে উনার মান্থলি ইনকাম কয়েক লাখ টাকা হবে এই টা নিশ্চিত।
আচ্ছা, এক জন মিটার রিডার এর বেতন কত?
আর এক জন আছেন, পুলিশ সার্জেন্ট। ওই যে রাস্তায় দাঁড়িয়ে যারা ট্রাফিক নিয়ন্ত্রন করেন ওই সার্জন্ট। উনার বাসা, লাইফ স্টাইল, কয়েক মডেলের গাড়ি যা না দেখলে বিশ্বাস হবে না। ওই এলাকায় কোন জমি কিনতে চাইলে আগে উনার কাছে যেতে হয়। উনারা দালালি বাবদ অনেক টাকা নেন। অনেক টাকা মানে কয়েক লাখ টাকা শুধু দালালি খরচ। রাস্তায় যে সব দোকান বসে ওই সব দোকান থেকেও উনি টাকা নেন। এই এলাকায় অন্য কোন সন্ত্রাসী আসে না, কারণ, এই সার্জন্ট সাহেবই হচ্ছেন বড় সন্ত্রাসী।
আওমিলীগ, বিএনপি সব আমলেই তারাই রাজা। এদের হাত থেকে কবে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে? এদের জন্য কি কোন আইন নেই
বিঃ দ্রঃ এই পোস্টটি কোন ব্যক্তিগত আক্রমন নয়, আমার মনে হয় এই সব দূর্নীতিবাজ লোকদের আমাদের সবার সামনে তুলে ধরা উচিত।সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত। তারা অনেক কষ্ট করে এত বড় দূর্নীতিবাজ হয়েছেন তাদের যোগ্য (অ)সম্মান দেওয়া আমাদের সকলের দায়িত্ত
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১০ ভোর ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






