
ভোরের কুয়াশা মিলিয়ে যেতে থাকে,
সূর্যের ছটা ভাঙে বেড়ার ফাঁকে ফাঁকে
জানালা দিয়ে যেই বাহিরে তাকাই
আমার শৈশব যেন ফিরে ফিরে পাই
ও শৈশব তুমি কোথায় গেলে চলে
সুখের স্মৃতি সব পেছনে ফেলে
আম কুড়ানোর সেই বিকেল বেলা
চাইলেও তা আর যায় কি ভোলা?
ওরে ও সময় তুমি বয়ে চলে যাও
আমার পানে শুধু খানিক তাকাও
আমিও যে চলেছি যে অজানার পানে
খুঁজে খুঁজে চলেছি এ জীবনের মানে
বিকেল ফুরিয়ে ঐ সন্ধ্যা আসে
জীবনের সব স্মৃতি ধুলো হয়ে ভাসে
এখন যাবার বেলা কথা নাহি আর
নতুন সময় এল যাত্রা করার।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৩ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




