এই pidgin এর নতুন একটি ফিচার পেয়ে আমি খুবই সন্তুষ্ট। সেটি হচ্ছে, এখন আমি facebook একাউন্টেও লগ ইন করতে পারছি pidgin এর মাধ্যমে। এতে আমাকে ব্রাউজার এ আর ঢুকতে হচ্ছে না, সবার সাথে যোগাযেগ খুব সহজেই করতে পারছি। ফেসবুক এখন যেহেতু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, এবং সবাই দিনের বড় একটা অংশ ফেসবুকেই কাটিয়ে থাকে, তাই এখন আমি সবাইকে অনলাইন ও পাচ্ছি। আমার মনে হয pidgin এর এই ফেসবুক প্লাগিনটি pidgin কে আরো অনেক আকর্ষনীয় করেছে।
তবে pidgin এর ডিফল্ট ইন্সটলেসনে এই প্লাগিনটি পাওয়া যায় না, আমি গুগল করে নিম্নের লিংকটা পেয়েছি, গুগল কোড এর সাইটএ। সেখানে প্লাগিনটি ইন্সটল করার পদ্ধতি বিস্তারিত উল্লেখ করা আছে। সফ্টওয়ারটি একবার চালিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।
pidgin : View this link
facebook pluggin for pidgin :View this link
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




