*****পরাগায়ণ*****
আমার চাহিদাগুলো এখন আর আমার কাছে থাকেনা,
যেমন থাকতো আগে,
কৈশোরে-যৌবনে।
আমার একটা জামা ছিল,
জামার বুকপকেটে রেখে দিতাম হাজারখানেক চাহিদা, ইচ্ছা, ব্যাকুলতা।
সারাদিন দৌড়-ঝাপ, চঞ্চলতা আর ভবঘুরে হয়ে
এপাড়া-ওপাড়া হয়ে বাড়ি ফিরতাম
তবুও খুব সন্তর্পণে বুকপকেটে খুব নিবিড় ভাবে
রেখে দিতাম ইচ্ছা নামক অধরা অনুভূতিকে
যেন মনের বেখেয়ালে সে হারিয়ে না যায়।
বড় হতে হতে বুকপকেটে থাকা... বাকিটুকু পড়ুন
