আমি একটি অশরীরী গন্ধ পেয়ে
ঘুম থেকে জেগে উঠলাম
গন্ধটা ছিলো না কোনো গলিত লাশের
গন্ধটা ছিলো না কোনো আস্তাকুঁড়ের
আমি তাই বারবার উঁকিঝুঁকি দেই
গন্ধের উৎস খুঁজতে।
আমি জেগে উঠলাম বুদবুদ শব্দে
হাঁড়িতে রাধুনির চামচের শব্দে
ফোঁড়ন দেয়া মশুরের ডাল
মাছের ঝোলের গন্ধে আমি জেগে উঠি
নিজেকে সংযত করতে।
আমি নিজেকে গুটিয়ে নেই আড়ালে।
আমি জেগে উঠলাম পালানোর জন্যে
হাঁড়ির ভাত বারা হয়েছে পাতে
মশুরের ডাল, সাথে মাছের ঝোল
আমি দৌড়াতে থাকি
চিৎকার করে ভিক্ষা চাইতে থাকি
"ভাত দিস না শুয়োরের বাচ্চারা"
আমাকে বাঁচতে দে!
©

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


