যে নীল নকশায় ৭১ এ বুদ্ধিজিবী হত্যা হয় সেই নীল নকশাতেই হুমায়ূন আজাদ হত্যা হয়, একই নীল নকশায় অভিজিৎ রায় হত্যা হয় । আমরা শুধু মুক বধির হয়ে চিৎকার করে যাই । আমাদের গোয়েন্দা সংস্থা নাকি যে কোন হত্যাকারিকে ২৪ ঘন্টার মধ্যে এরেস্ট করার ক্ষমতা রাখে এবং এটা আসলেই রাখে । এই হত্যাগুলোর জন্য বিএনপি বা আওমেলিগ সরকার লাগে না । এরা সবসময় সমান ক্ষমতা ধর। এর মূল কোথায় আমরা সবাই জানি কেউ মূখ খোলার সাহস পাই না । না আসলেই পাইনা । এখোনো পাইনা । রাজাকারের বিচার চাওয়া মাত্র দেশটাকে আক্ষরিক অথের্ই দুইভাগ করে ফেলা হলো যেন আর বেশী না আগানো যায় । হাজার হাজার মাদ্রাসা সারা দেশ জুরে, কোটি কোটি টাকার ডোনেশন আসে প্রতি বছর এই মাদ্রসা গুলোতে । গরিব মানুষের অসহায় ছেলেপুলেদের নিয়ে চালানো হচ্ছে জংগী কারখানা । আমাদের গোয়েন্দা সংস্থার এই সমস্ত মাদ্রাসাগুলোর নাম ধরে লিস্ট পর্যন্ত আছে । তাহলে ? মাদ্রাসার জন্য ডোনেশন আসা যেমন বন্ধ করা যায় নাই একটা খুনের একজন আসামীও এরস্টে হয়না । মাদ্রাসা বন্ধ করা আসলেই এই মূহুর্তে সম্ভব না । কিন্তু রিফর্মেশন তো সম্ভব । নুরুল ইসলাম নাহীদ মন্ত্রি থাকা অবস্থায় গত আমল থেকে একরে পর এক চেষ্টা করে গেছেন শুধু মাত্র কওমী মাদ্রাসা গুলোর সাথে বেঠক করার । কওমী মাদ্রাসার যে সবর্চ্চ ফোরাম মানে সরলভাবে বললে তাদের যে সিন্ডিকেট তাদের সাথে বসার অনেক চেষ্টা করা হয়েছে শুধু তাদের কারিকুলমটা রিফরর্ম করার প্রস্তাব উথ্থাপন কারার জন্য । তারা কোন রকম পাত্তা দেয়ারো প্রয়োজন বোধ করে নাই । এরোকমও নাকি হয়েছে শিক্ষামন্ত্রি, এনসিটিবির ডি জি,ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সবাই পূর্ব নিধারিত মিটিং এ অপেক্ষা করছেন জনাব হুজুরদের জন্য । তারা সেখানে উপস্থিত হওয়ার প্রয়োজনও বোধ করেন নাই । এবার ধারনা করেন কতখানি ক্ষমতা ধরেন তারা । আমি অভিজিৎ এর ধর্মকে আক্রমন করে কোন লিখা পরিনি । অজয় রায় স্যারেরও না । তাদরে আমি জানি স্রেফ বিজ্ঞানের মানুষ হিসেবে । এই জন্যই ভয়টা বেশী লাগছে । এই দেশে আর যাই হোক ইসলামিক বিপ্লব হবে না, হলে আফগানি বিপ্লব হতে পারে ! ”নারায়ে তাকবির আল্লাহ হুকবার “ এইটা আর ইসলামিক শ্লোগন নাই । এইটা শুনলেই আমার এখন মনে হয় কতগুলো লোক চাপাতি রাম দা নিয়ে মানুষ জবেহ করার জন্য দৈাড়ে আসছে !!!!!!!
আলোচিত ব্লগ
আগুন যখন প্রশ্নকে পোড়াতে আসে
আগুন যখন প্রশ্নকে পোড়াতে আসে[
স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধে রাষ্ট্রীয় ব্যর্থতা, মব-রাজনীতি ও এক ভয়ংকর নীরবতার ইতিহাস
চরম স্বৈরশাসন বা ফ্যাসিবাদী রাষ্ট্রেও সাধারণত সংবাদমাধ্যমের কার্যালয়ে আগুন দেওয়ার সাহস কেউ করে না। কারণ ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
=হিংসা যে পুষো মনে=

হাদী হাদী করে সবাই- ভালোবাসে হাদীরে,
হিংসায় পুড়ো - কোন গাধা গাধিরে,
জ্বলে পুড়ে ছাই হও, বল হাদী কেডা রে,
হাদী ছিল যোদ্ধা, সাহসী বেডা রে।
কত কও বদনাম, হাদী নাকি জঙ্গি,
ভেংচিয়ে রাগ মুখে,... ...বাকিটুকু পড়ুন
গণমাধ্যম আক্রমণ: হাটে হাঁড়ি ভেঙে দিলেন নূরুল কবীর ও নাহিদ ইসলাম !

জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত পথ পেরিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সাম্প্রতিক মব ভায়োলেন্স এবং গণমাধ্যমের ওপর আক্রমণ সেই স্বপ্নকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নিউ এজ... ...বাকিটুকু পড়ুন
বিএনপিকেই নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাটবে?

অতি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য ও বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্যের মধ্যে ইদানীং আওয়ামীসুরের অনুরণন পরিলক্ষিত হচ্ছে। বিএনপি এখন জামাতের মধ্যে ৭১ এর অপকর্ম খুঁজে পাচ্ছে! বিএনপি যখন জোট... ...বাকিটুকু পড়ুন
ভারতীয় আগ্রাসনবিরোধী বিপ্লবীর মৃত্যু নেই

শরিফ ওসমান হাদি। তার হাদির অবশ্য মৃত্যুভয় ছিল না। তিনি বিভিন্ন সভা-সমাবেশ, আলোচনা ও সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে তিনি অনেকবার তার অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতবিরোধী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।