ভারত… ভারত…
- ভাইজানের বাড়ি কি ভারত?
- না ভাই,তো এই প্রশ্ন কেন?
- না এমনি, হাতে দেখছি ভারতের পতাকা,গালে কোহলির নাম,মুখে ভারতের স্লোগান।
- ও,না ভারতের আমি কঠিন ফ্যান।আই লভ ভারত।
- ও,আপনার পুর্ব পুরুষ মনে হয় ভারত থেকে আসছে তাই না?
- না ভাই,আমরা বাংলাদেশি।
- আপনারে দেখলে তো মনে হয় না।
- ভাই আপনি এত কথা প্যাছান কেন?
- না এমনি,ভারত যে আমাদের পটুতে অলটাইম বাঁশ দেয়…
- কিরকম?
- এই যে প্রতিদিন সীমান্তে আমার ভাইকে গুলি করে মেরে ফেলছে, ছিটমহল দখল করে রাখছে,পানি আটকাইয়া রাখছে,ট্রানজিট,সুন্দরবন দখল করছে…
-ভাই থামেন থামেন।এই আপনাগো একটাই সমস্যা খেলার সাথে পলিটিক্স মেশান। ভাই আপনি কি পাকিস্তানী নাকি?
- ভাই আমি পাকিস্তানকে ** মারিনা। আপনার কথা মত পলিটিক্স ইস্যু বাদ দিলাম।
আচ্ছা খেলা নিয়া বলি,বাংলাদেশ টেষ্ট স্ট্যাটাস পাওয়ার পর সব দেশ আমন্ত্রন জানাইছে,ভারত জানায় নাই।এই ব্যাপারে আপনি কি বলবেন? ভারতের কারসাজিতে আমরা এখন ২য় স্তরের টেষ্ট প্লেয়ার কান্ট্রি। টেষ্টে বাছাই পর্ব খেলতে হবে। এর পরো আপনি ভারত করবেন?
- ভাই ভারত যদি আমাদের ওদের দেশে খেলতে নেয় তাহলে ওদের কোটি কোটি টাকা লস হবে,ওরা স্পন্সর পাবেনা,এখন বলেন এটা কি ওদের দোষ?
আর আমরা ২য় স্তরের টেষ্ট প্লেয়ার কান্ট্রি না তো কি? আমরা আরো ২০ বছর টেষ্ট খেললেও কি ওদের সমান হইতে পারুম? আপনি বুকে হাত দিয়া কন তো পারলে।
- ভাইর কি পাসপোর্ট আছে?
- নাই,কেন?
- না,স্টেডিয়াম থেকে বের হয়েই ভারতে চলে যেতেন।
- কেন কেন ভাই?
- না ভারতে যাইয়া সেই দেশের নাগরিক হইতেন,তাহলে বলতে পারতেন কোহলি আমাদের,শাহরুখ আমাদের,সানি লিওন আমাদের,আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।
- ধুর মিয়া কি যে কন…হে হে
- আপনি নিজ ইচ্ছায় ভারত যাবেন? নাকি আপনার পটুতে বাঁশ দিয়া আমি নিজে ভারতে পাঠামু,পাসপোর্ট লাগবেনা কিন্তু।
- হ বুজছি তুই জামাত শিবির করস,তুই রাজাকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




