৪০ বছর পার হয়ে গেলো, ভারত বান্ধব, ভারত অবান্ধব অনেক সরকারই আসলো আর গেলো। সব আমলেই কমবেশি বাংগালী নিহত হয় বিএস এফের গুলিতে। সব আমলেই ফেন্সি আসে ওপার থেকে,পেয়াজ আসে, অস্ত্র আসা যাওয়া করে এপার ওপার। সর্বোপরি কিনা আসে ইন্ডিয়া থেকে।
এই দুদিন আগে ঘুরে আসলাম সীমান্ত এলাকা থেকে, বুড়িমারি স্থল বন্দর ও তিন বিঘা করিডোর। তিনবিঘা করিডোর দেখার খায়েশ লালন করেছি অনেক দিন, সে অনুযায়ী খায়েশ পুরনও হলো। কবুতরের খাঁচার মত ছোট্ট একখান দুয়ার সরু রাস্তা, রাস্তার উপর লাইন টানা এর বাহিরে যাওয়া যাবেনা । আমার এক কলিগ ফাজলামো করতে করতে লাইনের বাহিরে গিয়ে দাঁড়িয়েছিলো মুহুর্তের জন্য, অমনি হঠাৎ এক খান বিএসএফ দৌড়ে আসলো এসে এমন ঝাড়ি দিলো যেন এতেই ভারত স্বাধীন হয়ে গেলো।
অন্য এক যায়গা এক অফিসার বসেছিলেন একটু উঁচু আইল্যান্ডের উপরে, বিশাল গোঁফে উনি বিড়ি ফুঁকছিলেন। আমাদের বহরের একজন উনার অনুমতি চেয়েছিলেন উনার কাছে এসে একটু কথা বলতে। উনি চেচিয়ে উঠলে আরে আরে .... নানানানা.......। উনি হাঁপ ছেড়ে বাঁচলেন। অন্য একজন অবশ্য কথা বলেছিলেন আমাদের সাথে।
কথা বললাম আমাদের সীমান্ত রক্ষী(বিজিবি)র সাথে। প্রথমেই প্রশ্ন করলাম বিএসএফ কেন মারে বাংগালীদের? উনি বললেন যাদের মারে ওরা অবৈধ ভাবে ভারতে আসা যাওয়া করেন। চোরা চালানের সাথে জড়িত। সীমান্ত এলাকার দরিদ্র বাংগালীরা এই কাজ করে একটা গরু বা চিনির বস্তা এনে ২/৫০০ টাকা পায়। এর বললেন আসলে সীমান্ত নিয়ে ওদের কি নিয়ম কানুন আছে আমরা তা তেমন জানিনা। জানিনা বলেই আমরা তেমন কোন কার্যকরি ব্যবস্থা নিতে পারি না। আরো ক্ষোভের সাথে বললেন সীমান্ত নিয়ে আমাদের কোন নীতিমালা টুকু এখন পর্যন্ত হয়নি।সরকারে নিদ্দিষ্ট কোন প্লানও নেই।
পরে কানের কাছে গিয়ে আস্তে আস্তে জিগ্গেস করলাম ওরা যেভাবে বাংগালীদের মারে, অবৈধ অনুপ্রবেশ দেখলে আপানারাও কি.......................?
কথা শেষ করতে পারলাম না, বলে না না না আমরা কাউকে গুলি করিনা, আপনার সাথে আমি আর কথা বলতে পারবনা ।
কিন্তু আমার কথা হলো সীমান্ত নিয়ে আমাদের কোন নিয়ম নীতিমালা, প্লান প্রোগ্রাম নাই কেন? ইন্ডিয়ার দালাল সরকার কিংবা ইন্ডিয়ার অদালাল সরকার সবাই আসলেন কিন্তু এটা নিয়ে কোন নীতিমালা করা হলো না কেন?
সীমান্ত নিয়ে শিগগির নীতিমালা চাই। এবং সীমান্তে লোকদের এই সব ঝুকিপুর্ন কাজ থেকে বিরত রাখার জন্য সকল প্রকার ব্যবস্থা নেয় হোক অবিলম্বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



